ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরার খেতাব জিতেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের তারকা পেসার মারুফা আক্তার।
গত বছরের জুলাইয়ে ভারতের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে জিতেছিলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। মিরপুরে মেয়েদের সেই ঐতিহাসিক জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন পেসার মারুফা আক্তার। ৭ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। মারুফার এই পারফরম্যান্সটি ক্রিকইনফোর সেরা নারী ওয়ানডে বোলিং পারফরম্যান্স নির্বাচিত হয়েছে।
২০২২ সালের ডিসেম্বরে ওয়ানডে ও টি-টোয়েন্টি অভিষেক হয়েছিলো মারুফার। তবে তিনি তাঁর ক্যারিয়ারের বেশিরভাগ ম্যাচই খেলেছেন ২০২৩ সালে। এমনকি ২০২৩ সালে আইসিসির বর্ষসেরা উদীয়মান নারী ক্রিকেটারের পুরস্কারেও মনোনয়ন পেয়েছেন এই তরুণ পেসার।
গত বছর মারুফা ওয়ানডে ম্যাচ খেলেছেন ৯টি। সেখানে ১০টি উইকেট নিয়েছেন তিনি।