শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএলের গ্রুপ পর্বের লড়াই। খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্সের ম্যাচটি ছিলো কেবলই নিয়মরক্ষার। টেবিলের শীর্ষ চার দল অর্থাৎ প্রথম কোয়ালিফাইয়ার ও এলিমিনেটর লাইন-আপ চূড়ান্ত হয়ে গেছে আগেই। সেই নিয়মরক্ষার ম্যাচটিতে খুলনাকে ৬ উইকেটে হারিয়েছে সিলেট।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে লো-স্কোরিং ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১২৮ রানের মামুলি সংগ্রহ পায় খুলনা। জবাবে ৬ উইকেট ও ১২ বল হাতে রেখেই জয় তুলে নেয় সিলেট।
ব্যাট হাতে খুলনার পক্ষে ওপেনার আফিফ হোসেন ইনিংস সর্বোচ্চ ৫২ রান করেন। এছাড়া আর কোন ব্যাটারই সুবিধা করতে পারেননি। ব্যাট হাতে দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন দক্ষিণ আফ্রিকার ওয়েন পারনেল।
সিলেটের পক্ষে চার ওভারে ১৫ রানে তিন উইকেট নেন ইংলিশ মিডিয়াম পেসার বেনি হাওয়েল। এছাড়া দুটি করে উইকেট শিকার করেন শফিকুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। অপর উইকেটটি নেন সামিত প্যাটেল।
স্বল্প পুঁজি নিয়েও দলকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন খুলনার দুই বোলার পেসার ওয়েন পারনেল ও ডানহাতি অফব্রেক বোলার নাহিদুল ইসলাম। প্রথম ওভারে জাকিরকে ফেরান নাহিদ। পরের ওভারে পারনেলের গতিতে পরাস্ত হন ক্যারিবীয় ব্যাটার কেন্নার লুইস।
৬ রানে ২ উইকেট হারানো সিলেটকে তৃতীয় উইকেটে জয়ের ভিত গড়ে দেন নাজমুল হোসেন শান্ত ও ইয়াসির আলী। ৩৭ বলে ৩৯ রান বাংলাদেশ অধিনায়ক শান্ত আউট হওয়ার পর ৪৩ বলে ইনিংস সর্বোচ্চ ৪৬ রানে ইয়াসির আউট হলে সিলেটের জয় নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক মোহাম্মদ মিথুন (১৯ রান) ও বেনি হাওয়েল (১২ রান)।
খুলনার পক্ষে একটি করে উইকেট পেয়েছেন নাহিদুল ইসলাম, ওয়েন পারনেল, জেসন হোল্ডার ও আরিফ আহমেদ।
এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানেই রইলো সিলেট। সমান ১০ পয়েন্ট হলেও রানরেটে এগিয়ে খুলনা। ১২ ম্যাচের একটাতে জয় নিয়ে দুই পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে দুর্দান্ত ঢাকা।
সবার ওপরে রংপুর রাইডার্স। ১২ ম্যাচে ৯ জয় থেকে রংপুরের সংগ্রহ সর্বোচ্চ ১৮ পয়েন্ট।
টেবিলের দুইয়ে থাকা বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার সংগ্রহ ১৬ পয়েন্ট। সমান ১৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে টেবিলের তিন ও চারে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।