বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ফাইনালে যাওয়ার পথে বড় একটা ধাক্কাই খেলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ফরচুন বরিশালের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামা চট্টগ্রাম ৯ উইকেটে ১৩৫ রান তুলেছে। ফলে এই অল্প রানের পুঁজি নিয়েই লড়াইয়ে নামতে হবে বন্দর নগরীর দলটাকে।
মূলত বরিশালের সাড়াশি বোলিংয়ের বিপরীতে চট্টগ্রামের কোন ব্যাটারই সুবিধা করতে পারেন নি। অস্ট্রেলিয়ান ওপেনার জস ব্রাউনে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৪ রান করে লড়াইয়ের চেষ্টা করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান এসেছে অধিনায়ক শুভাগত হোমের ব্যাট থেকে।
বরিশালের পক্ষে পাঁচ বোলার এদিন বল হাতে নিয়েছেন। দুটি করে উইকেট পেয়েছেন কাইল মায়ার্স, সাইফ উদ্দিন ও ওবেদ ম্যাক কয়। একটি করে উইকেট শিকারী ছিলেন তাইজুল ইসলাম ও জেমস ফুলার।