জয় নামক শব্দটা ওয়েস্ট হাম ইউনাইটেডের কাছে সোনার হরিণে রূপ নিয়েছিল। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ছয় ম্যাচে তারা জয়ের দেখা পায়নি। অবশেষে সোমবার দুর্বল দল ব্রেন্টফোর্ডকে হারিয়ে তারা জয় পেয়েছে। নিজেদের মাঠে ৪-২ গোলে হারিয়েছে ব্রেন্টফোর্ডকে। ম্যাচে হ্যাটট্রিক করেছেন জ্যারোড বোয়েন। নতুন বছরে এটা তাদের প্রথম জয়।
এ জয়ের ফলে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান খানিকটা উন্নতিও করেছে। ৩৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে তারা। সপ্তম স্থানে থাকা ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের সমান পয়েন্ট তাদের। তবে গোল পার্থক্যে ব্রাইটন উপরে রয়েছে।
ম্যাচ শুরু হতে না হতেই গোল উৎসবে মেতে উঠে ওয়েস্ট হাম ইউনাইটেড। মাত্র সাত মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে যায় তারা। দুটো গোলই করেন জারোড বোয়েন। ব্রেন্টফোর্ড জবাব দিতে দেরি করেনি। পাঁচ মিনিটের মধ্যে নিল মাউপে ব্যবধান কমিয়ে জোর প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু ওয়েস্ট হাম পরপর আরো দুই গোল করে জয় নিশ্চিত করে।
ম্যাচ শেষে ওয়েস্ট হাম কোচ ডেভিড ময়েস বলেন, ‘এ ম্যাচে আমি জয়ের আশা করেছিলাম। এটা আমাদের দরকার ছিল। ছয়টা সপ্তাহ আমাদের খুবই খারাপ গেছে। ম্যাচে চার গোল করা দারুণ ব্যাপার। মৌসুমের এ পর্যায়ে আমাদের অবস্থানকে খুব একটা খারাপ বলা যাবে না। আমাদের অবস্থান নিয়ে সমালোচনা হচ্ছে কিন্তু আমরা প্রতিনিয়ত নিজেদের অবস্থানের উন্নতি করছি।’