বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর মহাগুরুত্বপূর্ণ দ্বিতীয় কোয়ালিফায়ারে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স।
টস জিতে সাকিবের রংপুরকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।
চলতি বিপিএলের প্রথম লেগের ম্যাচে তামিমের বরিশালের কাছে ৫ উইকেটে হারের লজ্জা পায় সাকিবের রংপুর। অবশ্য দ্বিতীয় লেগে শ্বাসরুদ্ধকর ম্যাচে বরিশালকে ১ উইকেটে হারিয়েছে তাঁরা।
দুই তারকার মাঝে সম্পর্কের তিক্ততা থাকলেও দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি তাঁদের কাছে বেশি প্রাধান্য পাবে। আজকের ম্যাচের বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হবে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।
রংপুর রাইডার্স একাদশঃ
রনি তালুকদার, শামীম হোসেন, সাকিব আল হাসান, মেহেদী হাসান, নিকোলাস পুরান, নুরুল হাসান সোহান (অধিনায়ক, উইকেটরক্ষক), জেমস নিশাম, মোহাম্মদ নবী, আবু হায়দার রনি, হাসান মাহমুদ এবং ফজল হক ফারুকি।
ফরচুন বরিশাল একাদশঃ
তামিম ইকবাল (অধিনায়ক), কাইল মেয়ার্স, সৌম্য সরকার, ডেভিড মিলার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, জেমস ফুলার, মোহাম্মদ সাইফুদ্দিন, ওবেদ ম্যাককয় এবং তাইজুল ইসলাম।