ক্লাব কাপ হকির ফাইনালে উঠেছে আবাহনী লিমিটেড। শিরোপা লড়াইয়ে ফাইনালে শনিবার তাদের প্রতিপক্ষ মেরিনার ইয়াংস ক্লাব।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় আবাহনী।
জয়ী দলের পক্ষে রোমান সরকার জোড়া গোল করেন। অপর গোলটি করেন অধিনায়ক পুস্কর খীসা মিমো। অপরদিকে মোহামেডানের হয়ে আমিরুল ইসলাম ও চার্ল উলরিচ সমান একটি করে গোল করেন।
খেলার চতুর্থ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন মোহামেডানের ডিফেন্ডার আমিরুল ইসলাম (১-০)। অষ্টম মিনিটে মিমোর গোলে সমতায় ফেরে আবাহনী (১-১)।
খেলার দ্বিতীয় কোয়ার্টার ছিল গোলশূন্য।
তৃতীয় কোয়ার্টারের ৩২ মিনিটে আবাহনীর রোমান সরকার ফিল্ড গোল করে দলকে এগিয়ে নেন (২-১)।
খেলার চতুর্থ ও শেষ কোয়ার্টারের ৪৯ মিনিটে আবারো গোল রোমানের। আবাহনী এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। ৫৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক পায় মোহামেডান। গোল করে ব্যবধান কমান চার্ল উলরিচ (৩-২)।
পরে আর কোন দলই গোল পায়নি। ফলে ৩-২ গোলে চিরপ্রতিদ্বন্দ্বিদের হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় আবাহনী লিমিটেড।