ম্যাচ খেলার ভেন্যুতে কমপক্ষে ৪৮ ঘন্টা আগে রিপোর্ট করতে হয় সংশ্লিষ্ট দলগুলোকে। কিন্তু বসুন্ধরা কিংস ভিসাই পেয়েছে ৪৮ ঘন্টার কিছু বেশি সময় আগে। কেননা ভেন্যুতে গিয়ে অনুশীলন এবং খেলোয়াড়দের ভ্রমণ ক্লান্তির বিষয়টি মাথায় রেখেই এই নিয়ম। কিন্তু গত ২৮ আগস্ট থেকে অনেক চিঠি চালাচালি করেও ভিসা মিলছিলো না। এই সময় অগ্রিম টিকিট কেটেও বাতিল করতে হয়েছে। নিয়ম অনুযায়ী ম্যাচ না খেলার আইনগত অধিকারও ছিলো। শেষ পর্যন্ত এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ও অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এর অনুরোধ ও পারিপার্শ্বিক অনেক বিষয় চিন্তা করে মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে খেলতে গেলো বসুন্ধরা কিংস।
এএফসি কাপের গ্রুপ পর্বে ২৪ অক্টোবর উড়িষ্যার কালিঙ্গা স্টেডিয়ামে ভারতীয় ক্লাব মোহনবাগানের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। গত ২ অক্টোবর নিজেদের মাঠে উড়িষ্যা এফসিকে ৩-২ গোলে হারায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল, বিপিএলে টানা চারবারের চ্যাম্পিয়নরা। গত ১৯ সেপ্টেম্বর মালদ্বীপের মাজিয়া স্পোর্টসের বিপক্ষে ৩-১ গোলের পরাজয় দিয়ে শুরু হয় বসুন্ধরার এবারের এএফসি কাপ মিশন।
বসুন্ধরা তাদের পরের ম্যাচটি খেলবে নিজেদের মাঠে আগামী ৭ নভেম্বর। প্রতিপক্ষ মোহনবাগান। বসুন্ধরা কিংস অ্যারেনায় ২৭ নভেম্বর মাজিয়ার বিপক্ষে হোম ম্যাচের পর ১১ ডিসেম্বর গ্রুপের শেষ ম্যাচে উড়িষ্যা এফসির মুখোমুখি হবে অস্কার ব্রুজোনের শিষ্যরা। ডি গ্রুপে দুই জয় থেকে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে মোহনবাগান। সমান ম্যাচে একটি করে জয় নিয়ে দুই ও তিনে মাজিয়া ও বসুন্ধরা। গোলগড়ে এগিয়ে মাজিয়া। দুই ম্যাচে কোন জয় পায়নি উড়িষ্যা।
ডি গ্রুপ থেকে পরের রাউন্ডে একমাত্র দল হিসেবে যাবে গ্রুপ চ্যাম্পিয়ন। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ড থেকে বাদ পড়া বসুন্ধরাকে পরের রাউন্ডে যেতে হলে পরের সবম্যাচেই জয় পেতে হবে। গোলগড়েও নিজেদের এগিয়ে রাখতে হবে।
কিন্তু মোহনবাগানের বিপক্ষে ম্যাচের আগে খেলোয়াড়দের ওপর দিয়ে যে ধকল যাচ্ছে তাতে করে পুরোপুরি স্বস্তি নিয়ে মাঠে নামাই খেলোয়াড়দের জন্য দুস্কর হয়ে দাঁড়িয়েছে। দুই দিন আগে ভেন্যুতে রিপোর্ট করার কথা থাকলেও ভিসাই পেয়েছে দেরি করে। আজ সকালে বিশেষ ব্যবস্থায় ঢাকা ছাড়ে ক্লাবটি। স্থানীয় সময় সকাল ১০টায় কোলকাতার নেতাজী সুভাস চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে নামে অস্কার ব্রুজোনের ছেলেরা। সেখান থেকে আরেকটি বিমানে করে ভুবনেশ্বর।
এ ম্যাচ খেলতে যাওয়া কিংদের প্রথম বাধা হয় সময়মত ভিসা না পাওয়া। তাই ম্যাচ খেলতে না যাওয়ার কথা এএফসিকে জানানো হয় চিঠি দিয়ে। ২২ অক্টবর রাতে ভিসা মিললে অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন, এআইএফএফ এর অনুরোধে ভারত না যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে বসুন্ধরা। নতুন সমস্যা হয়ে সামনে আসে এয়ার টিকেট সংকট। মানসিক চাপে পরে কিংরা।
