বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) সপ্তম রাউন্ডে আবার পয়েন্ট হারিয়েছে আবাহনী। আজ শেষ মুহূর্তের গোলে পিডব্লিউডির সঙ্গে ২-২ গোল ড্র করেছে তারা। আর ৫ গোলেল নাটকীয় ম্যাচে রহমতগঞ্জ ৩-২ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।
প্রায় তিন দশক পর পিডব্লিউডি আবার ফুটবলের শীর্ষস্তরে ফিরেছে। লিগের প্রত্যাবর্তন ম্যাচেই বসুন্ধরা কিংসকে রুখে দিয়েছিল তারা। আজ কুমিল্লায় শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে তারা আবাহনীকে ২-২ গোলে রুখে দিয়েছে।
মিনহাজুল স্বাধীনের গোলে প্রথমার্ধেই পিডব্লিউডির কাছে ১-০ গোলে পিছিয়ে ছিল আবাহনী। দ্বিতীয়ার্ধের শুরুতেই শেখ মোরসালিনের থ্রু পাসে গোল করে সমতা ফেরান আল-আমিন (১-১)। ৭৪ মিনিটে আল-আমিনের পাস থেকে মোরসালিন নিজেই গোল করে আবাহনীকে ২-১ গোলের লিড এনে দেন।
ইনজুরি সময়ের শেষ মুহূর্তে আবাহনী ডিফেন্ডারের ভুলে বল পেয়ে সাঈদ গোল করে পিডব্লিউডির পক্ষে সমতা আনেন (২-২)। এর কিছুক্ষণ পরেই ম্যাচ শেষ হয়ে যায়। এই ড্রয়ে ৭ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থাকল আবাহনী। সমান ম্যাচে পিডব্লিউডির অর্জন ৭ পয়েন্ট।
মুন্সিগঞ্জে রহমতগঞ্জ ও ব্রাদার্স ম্যাচ ছিল নাটকীয়তায় ভরপুর। ৮২ মিনিট পর্যন্ত ব্রাদার্স ২-০ গোলে এগিয়ে ছিল। শেষ কয়েক মিনিটে রহমতগঞ্জ তিন গোল দিয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে। এই জয়ে রহমতগঞ্জ ৭ ম্যাচে ১৩ পয়েন্টে টেবিলের দ্বিতীয় স্থানে আর সমান ম্যাচে ব্রাদার্স ৭ পয়েন্টে অষ্টম স্থানে।

ব্রাদার্স ১৫ মিনিটে ম্যাচে লিড নেয় সিলভার গোলে। নাইজেরিয়ান দিদিয়ের গোলে ৭৫ মিনিটে তাদের লিড আরও বাড়ে। কর্নার থেকে এই গোল করেন দিদিয়ের। ব্রাদার্স যখন জয়ের অপেক্ষায়, তখনই রহমতগঞ্জ খেলায় ফেরে।
৮১ মিনিটে নিজেদের বক্সে ফাউল করে রহমতগঞ্জকে পেনাল্টি দেয় ব্রাদার্স। সলোমন গোল করেন (২-১)। ৬ মিনিট পর থ্রো-ইন থেকে হেডে গোল করে সমতা আনেন সলোমন (২-২)। নির্ধারিত সময়ের শেষ মিনিটে আদু গোল করলে রহমতগঞ্জ ডাগআউটে উল্লাসে মাতে। হারের অপেক্ষায় থাকা ম্যাচ থেকে পূর্ণ তিন পয়েন্ট পাওয়ায় বড় উৎসবের উপলক্ষ্যে পরিণত হয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











