নতুন বছরের শুরুতেই শীর্ষে এসি মিলান

সেরি আ

সেরি আ’তে নতুন বছর দারুণভাবে শুরু হয়েছে এসি মিলানের। শুক্রবার রাতে তারা অ্যাওয়েতে ক্যালিয়ারিকে ১-০ গোলে হারিয়েছে। এ গোলের সুবাদে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে তাদের নতুন বছর শুরু হয়েছে।

এসি মিলানের হয়ে একমাত্র গোলটি করেন রাফায়েল লিয়াও। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে গোলটি করেন তিনি। এ জয়ের ফলে ১৭ ম্যাচ শেষে ৩৮ পয়েন্ট নিয়ে এসি মিলান এখন শীর্ষে। অবশ্য তাদের এ শীর্ষস্থানে অবস্থানের মেয়াদ হতে পারে মাত্র ৪৮ ঘন্টা। কেননা ইন্টার মিলান তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ১৬ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩৬। রবিবার ইন্টার মিলান মাঠে নামবে। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ বোলোনিয়া। এ ম্যাচে তারা জয় পেলে এসি মিলানকে পেছনে ঠেলে আবার দলটি শীর্ষে উঠে যাবে।

সেরি আতে আজ মাঠে নামবে জুভেন্টাস, রোমা, পারমা, জেনোয়া ও উদিনেস। জুভেন্টাস খেলবে লিসের বিপক্ষে। রোমার প্রপিতক্ষ আতালান্তা। পারমা সফর করবে সাসুউলোতে। জেনোয়া খেলবে পিসার বিপক্ষে। আর উদিনিসের প্রতিপক্ষ কোমো।

Exit mobile version