দ্বিতীয় স্থানে থেকে বছর শেষ করলো এসি মিলান ,সেরি আ’তে দুই মিলানের লড়াইটা বেশ জমে উঠেছে। পয়েন্ট টেবিলে ইন্টার মিলানের নেতৃত্ব রয়েছে ঠিকই, তবে মোটেও স্বস্তিতে নেই তারা। এসি মিলান নিয়মিত তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলে চলেছে। রবিবার রাতে এসি মিলান নিজেদের মাঠের খেলায় হেলাস ভেরোনাকে ৩-০ গোলে হারিয়েছে। জোড়া গোল করেছেন ক্রিস্টোফার এন্কুনকো। অন্য গোলটি করেছেন ক্রিস্টিয়ান পুলিসিক।
এ ম্যাচে জয়ের ফলে স্বস্তিতে চলমান বছর শেষ করলো এসি মিলান। সেরি আ’তে ১৬ ম্যাচ শেষে ৩৬ পয়েন্ট ইন্টার মিলানের। আর এসি মিলানের সংগ্রহ ৩৫ পয়েন্ট। ফলে দ্বিতীয় অবস্থানে থেকে নতুন বছর শুরু করবে তারা। এদিকে উভয় দলের জন্য আতঙ্ক হয়ে অনুসরণ করে চলেছে নাপোলি। ১৬ ম্যাচ থেকে তাদের সংগৃহীত পয়েন্ট ৩৪।

এসি মিলান প্রথমার্ধের ইনজুরি সময়ে প্রথম গোলের দেখা পায়। যুক্তরাষ্ট্রের তারকা পুলিসিক দারুণ এক গোলে এসি মিলানের সমর্থকদের মুখে হাসি ফোটান। এই আমেরিকান খেলোয়াড় এসি মিলানের হয়ে বর্তমান মৌসুমে সব ধরণের প্রতিযোগিতায় ১৫ ম্যাচে দশ গোল করেছেন। দুই গোলে সহযোগিতা রয়েছে তার।
নিজ দেশে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে গোল করাটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন পুলিসিক। ২০২৩-২৪ মৌসুমে এসি মিলানে যোগ দেওয়ার পর এ পর্যন্ত তিনি ৫০ গোলে অবদান রেখেছেন। গোল করেছেন ৩১টি, আর সহযোগিতা করেছেন ১৯টিতে। একই সময়ে তার থেকে বেশি গোলে অবদান রেখেছিলেন লাউতারো মার্টিনেজ। তিনি ৫৩ গোলে অবদান রেখেছিলেন।
বছরের শুরুতে হোঁচট খেয়েছিল এসি মিলান। প্রথম ম্যাচেই তারা ক্রেমোনেসের কাছে হেরে গিয়েছিল। তারপর ড্র করলেও আর কোনো হারতে হয়নি তাদের।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















