পিছিয়ে পড়েও জয় এসি মিলানের

সেরি আ

সেরি আ’তে দারুণ এক জয় পেয়েছে এসি মিলান। অ্যাওয়েতে বৃহষ্পতিবার রাতে তারা ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েও ৩-১ গোলে হারিয়েছে কোমোকে।

এ জয়ের ফলে ইন্টার মিলানের সঙ্গে পয়েন্টের ব্যবধান আবার কমিয়ে তিনে এনেছে। ২০ ম্যাচ শেষে ইন্টার মিলানের পয়েন্ট ৪৬। অন্যদিকে এসি মিলানের সংগ্রহ ৪৩। তৃতীয় স্থানে থাকা নাপোলির পয়েন্ট ৪০। ৩৪ পয়েন্ট নিয়ে কোমো রয়েছে ষষ্ঠ স্থানে।

নিজেদের মাঠের খেলায় কোমোর শুরুটা ছিল দারুণ। দশম মিনিটেই তারা গোল করে এসি মিলানকে চমকে দিয়েছিল। এই ব্যবধান নিয়ে বিরতিতে যাওয়ার সব সম্ভাবনা তৈরি করেছিল কোমো। কিন্তু বিরতির আগে ইনজুরি সময়ে ক্রিস্টোফারের গোলে এসি মিলান সমতায় ফেরে। দ্বিতীয়ার্ধের শুরুতে অ্যাড্রিয়েন র্যাবিয়টের গোলে এগিয়ে যায় মিলান। শুধু তাই নয়, র্যাবিয়ট ম্যাচের শেষ সময়ে আরও একটা গোল করে মিলানের জয় নিশ্চিত করেন।

Exit mobile version