কষ্টার্জিত এক জয় পেয়েছে সেরি আ’র এসি মিলান। রবিবার রাতে নিজেদের মাঠের খেলায় তারা রেলিগেশন আতঙ্কে থাকা লিসকে হারিয়েছে। ১-০ গোলে এসি মিলানের কষ্টার্জিত জয় । গোল করেছেন নিকলাস ফুলক্রুগ।
কষ্টার্জিত জয়ে শিরোপা লড়াইয়ে ঘুরে দাঁড়িয়েছে এসি মিলান। ২১ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৪৬। শীর্ষে থাকা ইন্টার মিলানের সঙ্গে ব্যবধান ৩ পয়েন্ট। সমান ম্যাচে ইন্টার মিলানের সংগ্রহ ৪৯ পয়েন্ট।
শীতকালীন দল বদলের শুরুর দিনে নিকলাস ফুলক্রুগ ওয়েস্ট হ্যাম থেকে ধারে এসি মিলানে যোগ দেন। ৩২ বছর বয়সী ফুলক্রুগ গত ৫ এপ্রিলের পর এটাই প্রথম গোল। সে সময় প্রিমিয়ার লিগের বোর্নমাউথের বিপক্ষে গোল করেছিলেন তিনি।
ইন্টার মিলান আগের দিন উদিনিসের বিপক্ষে জয় পেয়েছিল। ১-০ গোলে জয়ে একমাত্র গোলটি করেছিলেন লাউতারো মার্টিনেজ।
এসি মিলানের কাছে হারের ফলে লিসের অবস্থা বেশ নাজুক হয়ে পড়েছে। পয়েন্ট টেবিলে নিচের দিক থেকে তৃতীয় অবস্থান তাদের। পয়েন্ট সমান হলেও গোল পার্থক্য তাদেরকে ফিওরেন্টিনার নিচে পাঠিয়ে দিয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















