১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা আফগানিস্তানের
আগামী ফেব্রুয়ারিতে আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরকে কেন্দ্র করে ১৫ সদস্যের টি-২০ বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টকে সামনে রেখে স্কোয়াডটি চূড়ান্ত করা হয়েছে।

বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। এই সিরিজেও বিশ্বকাপের জন্য ঘোষিত একই স্কোয়াড খেলবে। ম্যাচগুলো আফগানিস্তানের হোস্টিংয়ে সংযুক্ত আরব আমিরাতে ১৯ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
এই সিরিজকে বিশ্বকাপের আগে দল গঠন ও কম্বিনেশন যাচাইয়ের ভালো সুযোগ হিসেবে দেখছে আফগানিস্তান টিম ম্যানেজমেন্ট। বিভিন্ন বিভাগে খেলোয়াড়দের ফর্ম ও ভূমিকা বোঝার ক্ষেত্রে এই ম্যাচগুলো গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রশিদ খানকে অধিনায়ক করে ঘোষিত স্কোয়াডে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার গুলবাদিন নাইব ও ডানহাতি পেসার নাভিন উল হক। কাঁধের চোট কাটিয়ে দলে ফিরেছেন নাভিন।
আফগানিস্তান স্কোয়াড- রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ ইসহাক, সেদিকুল্লাহ আতাল, দারবিশ রসুলি, শাহিদুল্লাহ কামাল, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি, নূর আহমদ, মুজিব উর রহমান, নাভিন উল হক, ফজল হক ফারুকি ও আবদুল্লাহ আহমদজাই।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















