ব্যাটিং অর্ডারের পরিবর্তন নিয়ে যে ব্যাখ্যা দিলেন আফিফ

ব্যাটিং অর্ডারের পরিবর্তন নিয়ে যে ব্যাখ্যা দিলেন আফিফ

সিলেটের ব্যাটিং পরিকল্পনা ব্যাখ্যা করলেন আফিফ। ছবি: সংগৃহীত

সিলেটের ব্যাটিং অর্ডার নিয়ে মুখ খুললেন আফিফ

বিপিএলে সিলেট দলের ব্যাটিং অর্ডারের পরিবর্তন এসেছে। অধিনায়ক মিরাজের ভূমিকাই বা কী? ব্যাটিং অর্ডারের পরিবর্তন নিয়ে যে ব্যাখ্যা দিলেন আফিফ হোসেন ধ্রুব। বিপিএলে বুধবার রাতের ম্যাচে রান হয়েছে অনেক। জমজমাট হাইস্কোরিং ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে ১৪ রানের জয় পেয়েছে চট্টগ্রাম রয়্যালস। এই জয়ের সুবাদে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ফিরেছে চট্টগ্রাম। 

ব্যাটিং অর্ডারের পরিবর্তন নিয়ে যে ব্যাখ্যা দিলেন আফিফ । ছবি: সংগৃহীত

এদিন আগে ব্যাট করতে নেমে ১৯৮ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল চট্টগ্রাম। ৩৮ বলে ৪৯ রানের ইনিংস খেলেন ওপেনার অ্যাডাম রসিংটন। সাথে ২১ বলে ৪৪ রানের টর্নেডো ইনিংস আসে মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে। শেষ দিকে ১৩ বলে ৩৩ রানের হার না মানা ইনিংসে ঝড় তোলেন শেখ মেহেদী হাসান।

জবাবে দারুণ শুরু করে সিলেট। আফিফ হোসেন ধ্রুবর ৩৩ বলে ৪৬ রানের ইনিংসে জয়ের কাজ অনেকটা এগিয়েও রেখেছিল। তবে বাকিরা ইনিংস লম্বা করতে না পারায় নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারায় সিলেট। শেষ দিকে খালেদ আহমেদের ৯ বলে ২৫ রানের ক্যামিও হারের ব্যবধানই কমিয়েছে শুধু।

চলতি বিপিএলে ব্যাটিং অর্ডারে প্রচুর রদবদল করছে সিলেট। মেহেদী হাসান মিরাজের ব্যাটিং অর্ডারও নিশ্চিত নয়। এ ব্যাপারে সংবাদ সম্মেলনে আসা আফিফ হোসেন ধ্রুব বলেছেন, ‘এটা (ব্যাটিং অর্ডার নির্দিষ্ট নয় কেন) মিরাজ ভাই আন্সার দিলে ভালো হবে। টিম ম্যানেজমেন্টের সাথে আলাপ করে কথা বলেই রদবদল (শাফলিং) হচ্ছে। (এসব সিদ্ধান্ত) টিম ম্যানেজমেন্ট থেকেই আসে, কোচিং স্টাফ সবার সিদ্ধান্ত। অবশ্যই এখনও সেটেলড হয়নি আমার মনে হয়। আজকে ভালো একটা স্কোর এসেছে। সামনের ম্যাচগুলোতে আশা করি স্টেবল রাখার চেষ্টা করব।’

মাঠে শিশিরে ব্যাট করার ব্যাপারে আফিফ বলেন, ‘শিশির থাকলে বোলারদের জন্য কঠিন হয় সবসময়। প্রথম ইনিংসেও শিশির ছিল। আমাদের বোলারদের জন্য কঠিন হয়েছে। প্রতিপক্ষের বোলারদের জন্য তো আরও কঠিন হয়েছে, পরে আরও শিশির এসেছে।’ ৭ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট তুলে টেবিলের ৩য় স্থানে রয়েছে সিলেট টাইটান্স।

Exit mobile version