আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়া ক্রিকেট বিশ্বের জন্য এটা খুবই লজ্জার বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদি। মোস্তাফিজকে বাদ দেওয়ার পর থেকে উত্তাল ক্রিকেট বিশ্ব। তখনই এই মন্তব্য করেছেন পাকিস্তানের এই তারকা ক্রিকেটার।
ভারতের উগ্রবাদীদের দাবির মুখে মোস্তাফিজকে আইপিএল খেলতে দেয়নি বিসিসিআই। মিনি নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে ফিজকে দলে নিয়েছিল আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স। তবে বিসিসিআইয়ের নির্দেশ পেয়ে মোস্তাফিজকে ছেড়ে দিতে বাধ্য হয় কেকেআর।
একজন মোস্তাফিজকেই নিরাপত্তাই যদি ভারত দিতে না পারে বিশ্বকাপে বাংলাদেশ দল, কোচিং স্টাফ, কর্মকর্তাসহ সাংবাদিক, সমর্থকদের কীভাবে নিরাপত্তা দেবে ভারত? এমন পরিস্থিতিতে ভারত থেকে বাংলাদেশের ম্যাচ সরিয়ে নেওয়ার জন্য আইসিসির কাছে আবেদন জানিয়েছে বিসিবি।
মোস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়ে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি পাকিস্তানের গণমাধ্যমকে বলেন,
ক্রিকেট বিশ্বের জন্য এটা খুবই লজ্জার। ভারতই শুরু করছে এবং শেষ এরাই করবে। তাছাড়া অন্যরা এনাদের সাথে চলাচল বন্ধ করে দেবে। যেমন দেখা যাচ্ছে, বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সঠিক। টাকার দাপটে চলতেছে ভারত। অন্য ক্রিকেটিং ন্যাশনের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।
আফ্রিদি আরও বলেন,
আইসিসিতে ভালো চিন্তাধারা মানুষ রয়েছে। আইসিসি শুধুমাত্র ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আইসিসির এর সাথে সম্পৃক্ত হওয়া খুবই জরুরী। ভারতের দিকে তারা বেশি ঝুঁকে থাকে, সেটা দ্রুত শেষ করতে হবে, ক্রিকেটকে অব্যাহত রাখতে হলে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















