দীর্ঘ ১৬ বছর পর বিজয় হাজারে ট্রফিতে কোহলি মাঠে নামছেন । নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে ৫০ ওভারের ক্রিকেটে ভারতের প্রধান ঘরোয়া প্রতিযোগিতায় খেলবেন ৩৭ বছর বয়সি এই ব্যাটার।
বিজয় হাজারে ট্রফির প্রত্যাবর্তনের ম্যাচে মাত্র ১ রান করলেই লিস্ট-এ ক্রিকেটে বিরাট কোহলির রান হবে ১৬ হাজার। শচিন টেন্ডুলকারের পর প্রথম কোনো ভারতীয় ব্যাটার হিসেবে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি।
ক্যারিয়ারে এখন পর্যন্ত কোহলি ৩৪২টি লিস্ট-এ ম্যাচে ১৫,৯৯৯ রান করেছেন। ৫৭.৩৪ গড়ে কোহলির সেঞ্চুরি সংখ্যা ৫৭টি, আর ফিফটি আছে ৮৪টি। সবশেষ ২০১০ সালে বিজয় হাজারে ট্রফিতে খেলেছিলেন কোহলি। দিল্লির হয়ে এই প্রতিযোগিতায় মোট ১৭টি ম্যাচের মধ্যে ১৬ ইনিংস ব্যাট করেছেন। ৬০.৬৬-এর অসাধারণ গড়ে এই প্রতিযোগিতায় তার রান ৯১০। আছে সমান চারটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি।
বিজয় হাজারে ট্রফিতে এবার দিল্লির হয়ে কোহলি অন্তত দুইটি ম্যাচে খেলবেন বলে আশা করা হচ্ছে। এই দলে তিনি রিশভ পন্তের অধিনায়কত্বে খেলবেন। ২০২৬ সালের নিউজিল্যান্ড সিরিজের আগে বিজয় হাজারে ট্রফি কোহলির অনুশীলনের জন্য দারুণ এক মঞ্চ হয়ে দাড়াবে।
এরই মধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দেয়া কোহলি ওয়ানডেতে আছেন দুর্দান্ত ছন্দে। ওয়ানডেতে সবশেষ চারটি ইনিংসে চারটি পঞ্চাশার্ধো ইনিংস খেলেছেন তিনি। আগামী ১১ জানুয়ারি শুরু হবে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর দুই দল ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।
