আফগানদের দাপটে হার ওয়েস্ট ইন্ডিজের
ছোটদের পর ওয়েস্ট ইন্ডিজের বড়রাও হারলো , রবিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে আফগানিস্তানের কাছে বিধ্বস্ত হয়েছে ওয়েস্ট ইন্ডিজের যুবারা। পরের দিন সোমবার দুবাইয়ে লজ্জায় ডুবেছে ওয়েস্ট ইন্ডিজের সিনিয়ররা। দুবাইয়ে শুরু হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৩৮ রানে হেরেছে ব্রান্ডন কিংরা। ৩ উইকেটে করা আফগানিস্তানের ১৮১ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান করে।
আগামী মাসে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট। তার আগে দলের এমন পারফরম্যান্স ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে দুঃশ্চিন্তায় ফেলে দিয়েছে।
জাদরান – রাসুলির জুটিতে ঘুরে দাঁড়াল আফগানিস্তান
টস জয়ের পর প্রথমে ব্যাট হাতে নেমে বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। মাত্র ১৯ রানের মধ্যে জোড়া উইকেট হারায় তারা। রহমানুল্লাহ গুরবাজ প্রথম বলেই রান আউট হন। মাত্র দুই রানে আউট হন ক্রিজে নতুন আসা সেদিকুল্লাহ অটল। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের হাসি চওড়া হতে থাকে। কিন্তু তৃতীয় উইকেটে ইব্রাহিম জাদরান ও ডারউইশ রাসুলি সেই হাসি আর বাড়তে দেননি। উভয়ে দূর্দান্ত ব্যাটিং করে শেষ পর্যন্ত খেলে মাঠ ছেড়েছেন। রাসুলি শেষ বলে আউট হন। তার আগে ৭১ বলে ৮৪ রান করেন। অন্যদিকে অপরাজিত থাকা জাদরানের সংগ্রহ ছিল ৮৪ বলে ৮৭ রান। উভয়ে আটটি করে বাউন্ডারি মেরেছেন। তবে ছয়ের মারে জাদরান ছিলেন এগিয়ে। তিনটি ওভার বাউন্ডারি ছিল তার ইনিংসে। আর রাসুলি মেরেছেন দুটো।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা কখনোই জয়ের সম্ভাবনা তৈরি করতে পারেননি। নির্ধারিত বিরতিতে উইকেট হারিয়েছেন তারা। মিডল অর্ডার ব্যাটার কোয়েন্টিন স্যাম্পসন ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক ২৪ বলে ৩০ রান করেন তিনি।
জিয়াউর রহমান ছিলেন সফল বোলার। ৩ উইকেট শিকার করেন তিনি। এছাড়া মুজিব উর রহমান, রশিদ খান ও নুর আহমদ দুটো করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান: ১৮১/৩ (২০ ওভার)। (ইব্রাহিম ৮৭* ও রাসুলি ৮৪; জেডেন সিলস ১/৩০, ম্যাথিউ ফোর্ডে ১/৫১)।
ওয়েস্ট ইন্ডিজ: ১৪৩/৯ (২০ ওভার)। (কোয়েন্টিন স্যাম্পসন ৩০, গুদাকেশ মোতি ২৮, ম্যাথিউ ফোর্ড ২৫; জিয়াউর ৩/৩৬, মুজিব উর রহমান ২/২৯, রশিদ খান ২/১৯ ও নুর আহমদ ২/৩৪)।
ফল: আফগানিস্তান ৩৮ রানে জয়ী।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















