আগামী গীষ্মেই বায়ার্ন ছাড়বেন লিওন গোরেৎজকা! কয়েক দিন ধরেই চলছে এমন গুঞ্জন। জার্মান ক্লাব ছেড়ে তার স্প্যানিশ ক্লাব আতলেটিকো মাদ্রিদে যাওয়ার গুঞ্জনও জোরালো হয়ে উঠছে। এবার ক্লাব ছাড়ার সেই গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে। বায়ার্ন মিউনিখের স্পোর্টিং ডিরেক্টর ক্রিস্টোফ ফ্রুন্ড গত শুক্রবার (৩০ জানুয়ারি) এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন যে, আগামী গ্রীষ্মে ফ্রি ট্রান্সফার হিসেবে ক্লাব ছেড়ে যাবেন গোরেৎজকা।
ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, স্প্যানিশ ক্লাবটি (আতলেটিকো) বায়ার্নে চুক্তি শেষ হওয়ার আগেই গোয়েৎজেকে সই করানোর জন্য চেষ্টা চালাচ্ছে। তবে, বায়ার্নে মৌসুমের শেষ পর্যন্ত থাকবেন গোরেৎজকা।
তিনি আরও জানিয়েছেন, তিনি (গোরেৎজকা) বায়ার্নের সাথে মৌসুম শেষ করার দিকে মনোনিবেশ করেছেন। চুক্তি শেষ হওয়ার আগে ক্লাব ছাড়ার কোনো সম্ভাবনা নেই। তবে শুধু আতলেটিকো মাদ্রিদই নয়, ইউরোপের আরও বেশ কয়েকটি ক্লাবের নজর রয়েছে গোয়েৎজের ওপর। শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে নাপোলি, এসি মিলান এবং ফেনারবাহেস গোয়েৎজের প্রতি আগ্রহ দেখিয়েছে।
২০১৮ সালে শালকে থেকে ফ্রি ট্রান্সফারে বায়ার্নে যোগ দিয়েছিলেন গোরেৎজকা। জোশুয়া কিমিচের সাথে মিডফিল্ডে তার রসায়নটা বেশ ভালোই ছিল। এই সময়ে বায়ার্নের হয়ে সম্ভাব্য সব ট্রফিই জিতেছেন গোরেৎজকা। যার মধ্যে ২০২০ সালে ঐতিহাসিক ট্রেবলও ছিল।
