জাতীয় আরচ্যারীতে বিমানবাহিনী – বিকেএসপির দাপট , ১৬তম জাতীয় আরচ্যারী প্রতিযোগিতার দ্বিতীয় দিনেও দাপট দেখিয়ে সাফল্য অব্যাহত রেখেছে বাংলাদেশ বিমানবাহিনী ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। রিকার্ভ ও কম্পাউন্ড ইভেন্টের পুরুষ ও নারী এককের গোল্ড মেডেল ম্যাচে এ দুই দলের খেলোয়াড়রা উঠেছেন।
রিকার্ভ পুরুষ এককের সবগুলো পদকের ম্যাচে উঠেছেন বিমানবাহিনীর খেলোয়াড়রা। গোল্ড মেডেল ম্যাচে মো. রাকিব মিয়া ও রামকৃষ্ণ সাহা এবং ব্রোঞ্জ মেডেল ম্যাচে মো. মিশাদ প্রধান ও আব্দুর রহমান আলিফ উন্নীত হয়েছেন।
রিকার্ভ মহিলা এককের সব পদকের ম্যাচে বিকেএসপির খেলোয়াড়রা উঠেছেন। গোল্ড মেডেল ম্যাচে উঠেছেন মোসা. মনিরা আক্তার ও সোনালী রায়। ব্রোঞ্জ মেডেল ম্যাচ খেলবেন সায়মা সালাহ উদ্দিন ও তাইয়্যেবা আক্তার।
কম্পাউন্ড পুরুষ এককে বিকেএসপির ঐশ্বর্য্য রহমান ও বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের নেওয়াজ আহমেদ রাকিব গোল্ড মেডেল ম্যাচে উঠেছেন। বিমানবাহীনির দুই আরচ্যার মো. তরিকুল ইসলাম তাওহিদ ও হিমু বাছাড় ব্রোঞ্জ মেডেল ম্যাচে উন্নীত হয়েছেন।
কম্পাউন্ড মহিলা এককে বিমানবাহিনীর বন্যা আক্তার ও বিকেএসপির মোসা. কুলছুম আক্তার মনি গোল্ড মেডেল ম্যাচ খেলবেন। আর সেনাবাহিনীর তানিয়া রীমা ও বিকেএসপির শ্রীপর্না বিশ্বাস ব্রোঞ্জ মেডেল ম্যাচে উন্নীত হয়েছেন।
