সাইফ হাসানের কাছে ‘সরি’ বলেছে আকসু। এবারের বিপিএলে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট (আকসু) নিয়ে বিতর্কের রেশ কাটেনি এখনও। কিছুদিন আগেই সংবাদ সম্মেলন করে আকসুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলে ঢাকা ক্যাপিটালস।
ফ্র্যাঞ্চাইজিটির দাবি ছিল, নিয়মনীতি না মেনেই কাজ করছে আকসু। যদিও পরে বিসিবি এক বিবৃতিতে জানায়, এটি নিয়মিত প্রক্রিয়ার অংশ এবং কয়েকজন বিদেশি খেলোয়াড়ের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলা হয়েছে। এবার এই বিষয়ে মুখ খুললেন সাইফ হাসান।
এই বিতর্কের মাঝেই সংবাদ সম্মেলনে নিজের অভিজ্ঞতার কথা বিস্তারিত তুলে ধরেছেন ঢাকা ক্যাপিটালসের ব্যাটার সাইফ হাসান। আকসুর সন্দেহের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন,
প্রথম দুই তিন ম্যাচ যখন ক্লিক করিনি, স্বাভাবিকভাবে ওদের (আকসু) কাছে লাগছে যে আমার পারফরম্যান্সটা ম্যাচ হচ্ছে না গত বছরের তুলনায়। মানে গত বছর আমি যেভাবে খেলেছি। তো ওদের কাছে জিনিসটা স্বাভাবিক লাগেনি। ওরা এসে হুট করে চার্জ করছে।
বিপিএলটা ভালো কাটেনি সাইফের। বিপিএলে প্রথম ৮ ম্যাচে করেছিলেন মাত্র ৬০ রান। শেষ ম্যাচে ৪৪ বলে ৭৩ রানের ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। সবমিলিয়ে টুর্নামেন্টে ৯ ম্যাচে তিনি করেছেন মাত্র ১৩৩ রান, ব্যাটিং গড় ১৪.৭৮।
আকসুর এই আচরণ যে তাকে মানসিকভাবে বিরক্ত করেছে, সেটাও লুকাননি সাইফ। তিনি বলেন,
জিনিসটা আমারও ভালো লাগেনি। কারণ আমি এটার জন্য ক্রিকেট খেলি না। আমি আমার প্যাশন নিয়ে ক্রিকেট খেলি। আর আমার পারিবারের ব্যাকগ্রাউন্ডও ওরকম না। তো এই জিনিসটা নিয়ে আমি অনেক বিরক্ত হয়েছি।
এছাড়া টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানান সাইফ,
ম্যানেজমেন্টকে ধন্যবাদ, ওরা সবসময় আমাকে সমর্থন দিয়ে গেছে। একটু তো বিরক্ত হতে পারে। কারণ ওটার পরপর যে দুই তিনটা ম্যাচ ধরেন, স্বাভাবিক হতেই পারে যে মনের ভেতর কাজ করবে-আমি কি করছি, না করছি, এটা কি হচ্ছে, কি ভাবতেছে।
এই পরিস্থিতি থেকে বের হতে বিরতির গুরুত্বের কথাও বলেন তিনি। সাইফ বলেন,‘একটা বিরতির পর চিন্তা করছি যে এগুলো তো আমার হাতে নেই। যেহেতু এরকম কিছু হয়েছে, কিন্তু চেষ্টা করছি যে এখান থেকে বের হওয়ার।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















