এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’র গ্রুপ পর্বের শেষ ম্যাচ বড় জয় পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। বুধবার অনুষ্ঠিত ম্যাচে আল নাসর আল জাওরাকে ৫-১ গোলে হারিয়েছে। ক্রিশ্চিয়ানো গোলের দেখা পাননি, তবে গোলের রূপকার ছিলেন তিনি।
নিজেদের মাঠের খেলা আল নাসর একচ্ছত্র আধিপত্য বজায় রেখে খেলেছে। প্রথমার্ধে তারা গোলের পসরা সাজিয়েছিল। একে একে আল জাওরার জালে তারা প্রথমার্ধে চারবার বল পাঠায়। দ্বিতীয়ার্ধে মাত্র এক গোলের দেখা পায়। এ সময়ে একটা গোল হজমও করে তারা।
আল নাসরের হয়ে কিংসলে কোম্যান, ওয়েসলে রিবেইরো, আব্দুল্লাহ আল আমরি ও হোয়াও ফেলিক্স গোল করেন। এর মধ্যে কোম্যান জোড়া গোল করেন।
দ্বিতীয়ার্ধে উভয় দল একাধিক পরিবর্তন আনে। তা সত্ত্বেও আল নাসরের আধিপত্য ছিল স্পষ্ট। তবে এ সময়ে গোল উৎসবে মেতে উঠতে পারেনি আল নাসর।
এ ম্যাচে জয়ের ফলে গ্রপে শতভাগ জয়ের কীর্তি ধরে রেখেছে আল নাসর। ছয় ম্যাচের ছয়টিতে জয় নিয়ে ১৮ পয়েন্ট তাদের। স্বাভাবিকভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান আল নাসরের।
