মাঠে ছিলেন না আলজেরিয়ার অধিনায়ক রিয়াদ মাহরেজ। তা সত্ত্বেও আফ্রিকান কাপ অব নেশনসে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় পেতে কোনো সমস্যা হয়নি তাদের। বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচে ইকোয়াটোরিয়ালকে ৩-১ গোলে হারিয়েছে। একই রাতে বার্কিনা ফাসো ২-০ গোলে সুদানের বিপক্ষে জয় পেয়েছে।
এ জয়ের ফলে আলজেরিয়া টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে পৌঁছেছে। বারকিনা ফাসো দুই জয় নিয়ে গ্রুপ রানার্স হয়েছে। শেষ ম্যাচে হারলে গ্রুপে তৃতীয় সেরা হয়ে আলজেরিয়া ও বারকিনা ফাসোর সঙ্গী হয়েছে সুদান। একটা মাত্র জয় তাদের।
এবারের টুর্নামেন্টে নাইজেরিয়ার পর শুধু আলজেরিয়া গ্রুপ পর্বে শতভাগ জয় পেয়েছে। আগের ম্যাচে বারকিনা ফাসোর বিপক্ষে জয় পাওয়া দলে ব্যাপক পরিবর্তন এনে দল সাজিয়েছিলেন আলেজেরিয়া কোচ। একটা বা দুটো নয়, নয়টা পরিবর্তন এনেছিলেন তিনি। তারপরও সহজ জয় পেতে কোনো সমস্যা হয়নি আলজেরিয়ার। প্রথমার্ধেই তারা জয়ের কাজটি সেরে ফেলে। ৩২ মিনিটের মধ্যে তারা তিন গোলে এগিয়ে যায়। ১৩ মিনিটের এক ঝড়ে বেলাইদ, চাইবি ও মাজা গোল করেন। দ্বিতীয়ার্ধের শুরুতে একটা গোল হজম করে তারা। তবে এতে গ্রুপ চ্যাম্পিয়ন হতে তাদের কোনো সমস্যা হয়নি।
সুদান ও বার্কিনা ফাসো ম্যাচে উভয় দলের সামনে গ্রুপ রানার্স আপ হওয়ার সুযোগ ছিল। কিন্তু সুদান সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। তাদের জালে উভয়ার্ধে একটি গোল করে বার্কিনা ফাসো সেই সুযোগ গ্রহণ করেছে। সুদান সেনেগালের বিপক্ষে এবং আলজেরিয়া কঙ্গোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ খেলবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















