ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বিসিবি পরিচালক নাজমুলের আগামীকাল দুপুরের মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে। তিনি পদত্যাগ না করলে সব খেলা বয়কট করবে ক্রিকেটাররা। আজ রাতে এক জুম মিটিংয়ে এই সিদ্ধান্ত কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম একের পর এক বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন দেশের ক্রিকেট ও ক্রিকেটারদের নিয়ে। কিছুদিন আগে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে বোর্ড থেকে কারণ দর্শানোর নোটিসও পেয়েছেন।
তবে থামেননি নাজমুল ইসলাম। আজ তিনি ক্রিকেটারদের বেতন-ভাতা প্রসঙ্গ নিয়ে আজেবাজে মন্তব্য করেছেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। শেষ পর্যন্ত বাংলাদেশ দল এই বিশ্বকাপ না খেললে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি হবে।

বিশ্বকাপ খেলতে না পারলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা, সেই প্রসঙ্গে আজ নাজমুল বলেছেন,‘কেন? ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, আমরা যে ওদের পেছনে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ঐ টাকা ফেরত চাচ্ছি নাকি? চাচ্ছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।’
বাংলাদেশ দল বিশ্বকাপ না খেললে বিসিবির ক্ষতি নেই দাবি করে নাজমুল আরও বলেন,‘বিসিবির হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। ক্রিকেটারদের ক্ষতি হবে কারণ তারা খেললে ম্যাচ ফি পায়। ম্যাচ সেরা হলেও পায়, পারফরম্যান্স অনুযায়ী পায়। এটা শুধুই ক্রিকেটারের পাওয়া। বোর্ডের লাভ-ক্ষতি নেই। অন্তত এই বিশ্বকাপের জন্য।’
এবার তার এসব মন্তব্য ঘিরে জরুরি এক জুম মিটিং করে আজ রাতে কিছুক্ষণ আগে বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন কোয়াব নাজমুলের পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে। কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানিয়েছেন, আগামীকাল দুপুরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ম্যাচের আগেই নাজমুলকে বোর্ড থেকে পদত্যাগ করতে হবে।
নাজমুল ইসলাম পদত্যাগ না করলে ক্রিকেটাররা বিপিএলসহ সব ধরণের ক্রিকেট খেলা বয়কট করবে বলে জানিয়েছেন মিঠুন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














