আগের বিপিএল ভুলে নতুন করে ভাবছেন অঙ্কন
রানের ক্ষুধাটা সবসময় থাকে অঙ্কন জানিয়েছেন , তবে গতবার যা করেছি এবার সেটা নিয়ে ভাবছি না। মঙ্গলবার ঢাকার পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমিতে নোয়াখালী এক্সপ্রেসের জয়ে অনুশীলন শেষে এমন কথাই বলেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। বিপিএলের গত আসরে খুলনা টাইগার্সের পক্ষে ৩১৬ রান করেছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। ব্যাটিং গড় ছিল ৩৫। স্ট্রাইকরেট ছিল খুবই চিত্তাকর্ষক, প্রায় ১৭৫। এবার তিনি খেলবেন নোয়াখালী এক্সপ্রেসের হয়ে। তবে এবার সেই পারফরম্যান্স নিয়ে এখন কোনো আত্মতুষ্টি দেখাচ্ছেন না অঙ্কন।
একই সাথে ২০২৫ সালে দারুণ পারফরম্যান্স করেছেন এই টপঅর্ডার। তবে সবশেষ ইমার্জিং এশিয়া কাপে ভালো হয়নি কারণ কি? আমি সবসময় ভালো পারফরম্যান্স করার চেষ্টা করি কিন্তু কখনও হয় আবার হয় না। না হলে নিজের মধ্যে রানের ক্ষুধা থাকে। সবশেষ এশিয়া কাপে ভালো হয়নি তাই এটা নিয়ে কাজ করেছি।
সবশেষ আয়ারল্যান্ডর বিপক্ষে জাতীয় দলে ডাক পেয়েও ম্যাচ খেলার সুযোগ না পাওয়ার কারণ নিয়ে তিনি বলেন,‘এটা আসলে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, তবে আমরা দারুণ প্রস্তুতি নিয়েছিলাম সিরিজ জিতেছি আর আমি হয়তো টিম কম্বিনেশনের কারণে খেলতে পারিনি সামনে হয়তো সুযোগ আসবে।
বিপিএলে কোন পজিশনে খেলতে চান এমন প্রশ্নে তিনি বলেন,‘যারা মিডেল অর্ডারের খেলোয়াড় তাদের পজিশন পরিবর্তন হতে পারে। এটা নিয়ে আগে থেকেই প্রস্তুত থাকে সবাই। কে কোথায় খেলবে সেটা নিয়ে কেউ প্রস্তুত থাকে না। দল যখন যে পজিশনে সুযোগ দেবে সেখানেই ভালো করার চেষ্টা করবো।
এর আগে রংপুর-বরিশালের হয়ে বিপিএল খেলেছেন। প্রথমবার খেলতে আসা নোয়াখালীতে খেলছেন। এই দলটি কেমন হয়েছে? জানতে চাইলে তিনি বলেন,‘আমার কাছে মনে হয় প্রথমবার বিপিএল খেলতে এসে বেশ ভালো দল গঠন করেছে। দল গঠন থেকে শুরু করে সব কিছুই ভালো হচ্ছে আশা করি নোয়ালাখী বিপিএলে দীর্ঘ দিন থাকবে। তাদের অনেক ফ্যানফলোয়ার আছে।
বিপিএলে প্রথম আসরে নোয়ালাখী ফাইনাল খেলতে চায় কিনা জানতে চাইলে তিনি বলেন,‘সব দলই বিপিএলে চ্যাম্পিয়ন হতে চায় আমরাও তাই। তবে এটা নিয়ে আমরা চিন্তা করছি না। আমাদের প্রথম লক্ষ্য মাঠে কতটা ভালো ক্রিকেট খেলতে পারি। প্রতিটি ম্যাচে ভালো খেলে আস্তে আস্তে এগিয়ে যেতে চাই।
