সিলেট টাইটান্সের হয়ে এবার বিপিএল মাঠ মাতাবেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। পাকিস্তানের এই পেসারকে দলে পেয়ে উচ্ছ্বসিত ইবাদত হোসেন। একই সাথে বিপিএলে সিলেট দলকে আমিরের অনেক কিছু দেওয়ার আছে বলে মনে করেন ইবাদত। মঙ্গলবার সিলেটে মাঠে অনুশীলণ শেষে এমন কথাই বলেছেন তিনি।
এছাড়া পেসার ইবাদত বলেন,‘আমরা আমিরের কাছ থেকে নেয়ার চেয়ে তার আমাদের দলকে দেয়ার অনেক কিছু আছে। উনার যেহেতু অনেক অভিজ্ঞতা, টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট, উনার সেই অভিজ্ঞতাটা যাতে এই টিমের হয়ে কাজে লাগাতে পারেন। আমরা আশা করি উনি উনার সেরাটা দিবেন।’
বিপিএলে দলের কম্বিনেশন নিয়ে বেশ সন্তুষ্ট ইবাদত। খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, রেজাউর রহমান রাজার সঙ্গে আমির যুক্ত হওয়ায় সিলেটের বোলিং আক্রমণকে কিছুটা হলেও এগিয়ে রাখছেন তিনি। ইবাদত আরো বলেন,‘লোকাল এবং বিদেশি মিলিয়ে খুব ভালো একটা টিম। সিনিয়র এবং জুনিয়র মিলিয়ে খুব ভালো একটা কম্বিনেশন আমাদের টিমে আছে। আমার কাছে মনে হয় বোলিং এবং ব্যাটিং প্রায় সমান। এমন না যে ৬০-৪০, আমার কাছে মনে হয় ৫০-৫০।’
বোলিং নিয়ে তিনি বলেন,‘বোলিংটা আমার কাছে একটু বেশি ভালো মনে হয়। যেহেতু আমির ভাই আছেন, আমি, খালেদ, শহিদুল, রেজাউর, সবাই পারফর্মার এখানে। আমাদের টিমটা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। এখন আল্লাহ চাইলে সবাই মাঠে যদি ভালো পারফর্ম করে, ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হব।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















