এশিয়ান কাপ ফুটবলের জন্য সাময়িক ক্যাম্প চলছে বাংলাদেশ নারী দলের। আজ অনুশীলনে যোগ দিয়েছেন সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকী। ফিটনেস কোচ লর্ড ম্যাকেরনের অধীনে সপ্তাহখানেকের এই ক্যাম্প চলছে।
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপ। প্রথমবারের মতো এই আসরে খেলার গৌরব অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টের ১ মাস আগে প্রাথমিক নিবন্ধন করাতে হয় খেলোয়াড়দের। আনিকার বাংলাদেশি পাসপোর্ট থাকায় এএফসি পোর্টালে রেজিস্ট্রেশন করিয়ে রেখেছে বাফুফে।
বাংলাদেশ পুরুষ ফুটবল দলে একাধিক প্রবাসী ফুটবলার থাকলেও নারী দলে এতোদিন ছিলেন শুধু জাপানিজ সুমাইয়া মাতসুশিমা। দিন দশেকের ট্রায়ালে ফর্ম ও ফিটনেসে উত্তীর্ণ হলে আনিকা থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় ঋতুপর্ণাদের সফরসঙ্গী হতে পারেন।
এশিয়া কাপের মাত্র মাস খানেক আগে আনিকাকে ট্রায়ালের সুযোগ দিয়েছেন বৃটিশ কোচ পিটার বাটলার। অথচ বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন, কৃষ্ণা রাণী সরকার, মাসুরা পারভীনের মতো পরীক্ষিত ফুটবলারদের ক্যাম্পে ডেকে পরখ করার প্রয়োজনই মনে করেন না তিনি।
ফুটবলে প্রাথমিক স্কোয়াড ঘোষণা, খেলার পদ্ধতি, ম্যাচ চলাকালে খেলোয়াড় বদল সকল কিছুতেই কোচ সর্বেসর্বা। সাবিনা, মাসুরাকে নিয়ে বাটলারকে প্রশ্ন করলেই সাংবাদিকরা কোচের তোপের মুখে পড়েন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















