মনিকা-তহুরাদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল

মনিকা-তহুরাদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল

মনিকা-তহুরাদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল; ছবি: সংগৃহীত

নারী ফুটবল লিগে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ও জামালপুর কাঁচারিপাড়া একাদশের মধ্যকার ম্যাচে খেলোয়াড়রা মারামারিতে জড়িয়ে পড়ে। এতে ফরাশগঞ্জের জাতীয় দলের ফুটবলার মনিকা চাকমা, তহুরা খাতুনকে দুই ম্যাচ ও জামালপুরের সাবিত্রি ত্রিপুরাকে ২ ম্যাচ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। মনিকা-তহুরাদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে ফরাশগঞ্জ ক্লাব আবেদন করবে।

মনিকা-তহুরাদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল , ছবি: সংগৃহীত

ম্যাচের ৩০ মিনিটে একটি ফাউলকে কেন্দ্র করে দুই দলের ফুটবলাররা জড়িয়ে পড়েন মারামারিতে। কাঁচারিপাড়া একাদশের ফুটবলার সাবিত্রি ত্রিপুরা ফাউল করেছিলেন ফরাশগঞ্জের মনিকাকে। মনিকা উঠে দাঁড়িয়ে আক্রমণ করেন সাবিত্রিকে। তখনই শুরু হয় মারামারি।

বাফুফের ডিসিপ্লিনারি কমিটি ম্যাচের ফুটেজ, রেফারি ও ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে। এখন আপিল করবে ফরাশগঞ্জ।

আজ দলটির খেলা নেই। পরবর্তী ম্যাচের আগেই মনিকা ও তহুরাকে চায় ফরাশগঞ্জ। বিষয়টি নিয়ে ক্লাবের ম্যানেজার বাবুরাম বলেন,

ওই ম্যাচে রেফারির আরও যত্নবান হওয়া উচিত ছিল। আপিল কমিটির কাছে আমরা শাস্তির বিরুদ্ধে আবেদন করব। আমাদের বিদেশি খেলোয়াড় পুজা ইনজুরিতে প্রায় দুই সপ্তাহ বাইরে। এটা আমাদের দেশের খেলোয়াড়দের কেউ হলে সামনে নারী এশিয়া কাপে প্রভাব পড়ত।

Exit mobile version