অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিল আর্সেনাল
দারুণ স্বস্তিতে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে বছর শেষ আর্সেনালের । ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে নববর্ষ উদযাপনের প্রস্তুতিকে আরও রঙিন করে তুললো শিরোপা প্রত্যাশী দলটি। মঙ্গলবার রাতে নিজেদের মাঠে অনুষ্ঠিত খেলায় তারা অ্যাস্টন ভিলাকে ৪-১ গোলে হারিয়েছে।
ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। নিজেদের গোলবারের নিচে আর্জেন্টিনার গোলরক্ষক ইমিলিয়ানো মার্টিনেজ থাকায় ভিলার সমর্থকরা বেশ স্বস্তিতে ছিল। প্রথমার্ধে সেই স্বস্তি ঠিকই মার্টিনেজ সমর্থকদের দিয়েছিলেন। কিন্তু দ্বিতীয়ার্ধে তাকে ফাঁকি দিয়ে আর্সেনাল গোলের মালা গড়েছে। ৪৮ থেকে ৭৮- ৩০ মিনিটের এক ঝড়ে চারচার মার্টিনেজকে জাল থেকে বল কুড়িয়ে আনতে হয়েছে।

বিরতির পর খেলা শুরু হতে না হতেই আর্সেনাল সমর্থকরা গোল আনন্দে মেতে ওঠে। ৪৮ মিনিটে গ্যাব্রিয়ের মাগালহায়েস গোল করেন। এই উৎসবের রেশ শেষ হওয়ার আগেই মার্টিন জুবিমেন্দি গোল করেন। ম্যাচের বয়স তখন ৫২। ৬৯ মিনিট লিন্দ্রো ট্রোসাড গোল করে দলের জয় নিশ্চিত করেন। আর ৭৮ মিনিটে গ্যাব্রিয়েল জেসুস দলের হয়ে শেষ গোলটি করেন। ম্যাচের একেবারে অন্তিত মুহুর্তে অ্যাস্টন ভিলার হয়ে গোল ওলি ওয়াটকিন্স।
ম্যাচটি উভয় দলের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ। শিরোপা প্রত্যাশী আর্সেনাল এ জয়ের মাঝ দিয়ে শিরোপার দিকে অনেকটা এগিয়ে গেল। পাশাপাশি এক প্রতিদ্বন্দ্বীকে বেশ খানিকটা দূরে সরিয়ে দিল। ১৯ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৪৫। আর অ্যাস্টন ভিলা ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। এ ম্যাচের জয় তাদেরকে আর্সেনালের সঙ্গে গলাগলি করে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিত।
অ্যাস্টন ভিলা সরিয়ে দিয়ে আর্সেনালের নজর এখন ম্যানচেস্টার সিটির দিকে। এ দলটি আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলে চলেছে। ১৮ ম্যাচ শেষে ৪০ পয়েন্ট ম্যানসিটির।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















