ম্যারাথন টাইব্রেকারে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে কারাবাও কাপের সেমিফাইনালে পৌঁছেছে আর্সেনাল। মঙ্গলবার রাতে নিজেদের মাঠে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল খেলায় তারা টাইব্রেকারে ৮-৭ গোলে জয় পেয়েছে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল।
পুরো টাইব্রেকার জুড়ে ছিল টানটান উত্তেজনা। প্রথম পাঁচ শটে উভয় দল সাফল্যের পরিচয় দেন। একে একে তারা সপ্তম শটেও সফলতার দেখা পান। সমস্যা দেখা দেয় অষ্টম শটে। আর্সেনাল গোল করলেও ব্যর্থ হয় ক্রিস্টাল প্যালেস। তাদের লাকোরিক্স যে শট নিয়েছিলেন তা দারুণ দক্ষতায় রুখে দেন, আর তাতেই আর্সেনাল পৌঁছে যায় শেষ চারে।
আগামী ১৪ জানুয়ারি আর্সেনাল সেমিফাইনালে চেলসির মুখোমুখি হবে। অন্য সেমিতে ম্যানচেস্টার সিটি খেলবে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে।
টাইব্রেকারের মতো ম্যাচজুড়েও ছিল নাটকীয়তা। প্রথমার্ধে উভয় দল কোনো গোলের দেখা পায়নি। নির্ধারিত সময়ে উভয় দলের সমর্থকরা দখন গোলের আশা ছেড়ে দিয়েছিল। আর তখনই চমক। ৮০ মিনিটের সময় আত্মঘাতি গোলে এগিয়ে যায় আর্সেনাল। আর ইনজুরি সময়ের পঞ্চম অর্থাৎ ৯৫ মিনিটে সেই গোল ফিরিয়ে দেন ক্রিস্টার প্যালেসের মার্ক গুহি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















