অ্যাশেজের মাঝে ক্রিকেটারদের বিরুদ্ধে অতিরিক্ত মদ্যপানের অভিযোগ

অ্যাশেজের মাঝে ক্রিকেটারদের বিরুদ্ধে অতিরিক্ত মদ্যপানের অভিযোগ

ইংলিশ ক্রিকেটারদের বিরুদ্ধে সিরিজের মাঝে অতিরিক্ত মদ্যপানের অভিযোগ, ফাইল ফটো

অ্যাশেজের মাঝে ক্রিকেটারদের বিরুদ্ধে অতিরিক্ত মদ্যপানের অভিযোগ উঠেছে। অ্যাশেজে ২ ম্যাচ বাকি থাকতেই অস্ট্রেলিয়ার কাছে ৩-০তে সিরিজ হেরেছে ইংলিশরা। ফলে বিষয়টিকে হালকাভাবে দেখছে না ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দুই টেস্ট বাকি থাকতেই সিরিজ খুইয়েছে বেন স্টোকসের দল।

এমন ব্যর্থতার পেছনে শৃঙ্খলাজনিত কোনো সমস্যা আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্ব দেয়া হয়েছে ইংল্যান্ড দলের ম্যানেজিং ডিরেক্টর রব কি’কে। ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে হারের পর নুসা সমুদ্রসৈকতে সময় কাটাতে যায় ইংল্যান্ড দল। কোচ ব্রেন্ডন ম্যাকালামের পরিকল্পনায় খেলোয়াড়দের মানসিক চাপ কমাতেই এই সফর ছিল।

তবে সেই সফর ঘিরেই প্রশ্ন উঠেছে, সেখানে কি ইংল্যান্ডের ক্রিকেটাররা অতিরিক্ত মদ্যপান করেছিলেন? মেলবোর্নে চতুর্থ টেস্টের আগে বিষয়টি নিয়ে অবস্থান স্পষ্ট করেছেন রব কি। তিনি বলেন,‘অনেকেই অভিযোগ করছে, নুসায় দলের ক্রিকেটাররা অতিরিক্ত মদ্যপান করেছে। যদি তা হয়ে থাকে, তাহলে সেটা ভুল। জাতীয় দলের ক্রিকেটাররা সিরিজের মাঝখানে অতিরিক্ত মদ্যপান করতে পারে না। এখনও পর্যন্ত এমন কোনো নিশ্চিত তথ্য আমার হাতে নেই।’

চাপ সামলানোর উপায় হিসেবে মদ্যপান গ্রহণযোগ্য নয়। তার ভাষায়,‘আমি নিজে কখনও মদ্যপান করিনি। এতে চাপ কমে, এমনটা আমি বিশ্বাস করি না। বরং সিরিজের মাঝে অতিরিক্ত মদ্যপান করলে মনঃসংযোগে সমস্যা হয়। যদি কেউ দোষী প্রমাণিত হয়, তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না।’

এর আগেও শৃঙ্খলাজনিত কারণে সতর্ক হয়েছিল ইংল্যান্ড দল। হ্যারি ব্রুক ও জ্যাকব বেথেলের মদ্যপানের একটি ভিডিও প্রকাশ্যে আসার পর বোর্ড আরও কড়া অবস্থান নেয়।

Exit mobile version