টানা দুই হারের পর অ্যাশেজের তৃতীয় টেস্টের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ব্রিসবেনের ম্যাচ থেকে পরিবর্তন একটি। তৃতীয় টেস্ট গড়াবে বাংলাদেশ সময় বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৫টায়। গুস অ্যাটকিন্সন বাদ পড়েছেন, দলে ঢুকেছেন জশ টাং। টাং এখন পর্যন্ত সিরিজের কোনো ম্যাচে খেলেননি। অ্যাটকিন্সন দুই ম্যাচে খেলে নিয়েছেন মাত্র ৩ উইকেট।
টাং মূলত পেস বোলার। ক্রিকইনফো জানিয়েছে, স্মিথকে টাং সর্বমোট ৪ বার আউট করেছেন। বাকি দুটির একটি কাউন্টি চ্যাম্পিয়নশিপে, অন্যটি দ্য হান্ড্রেডে। এবারের অ্যাশেজ যেসব মাঠে হচ্ছে, সেগুলোর মধ্যে সবচেয়ে স্পিনবান্ধব অ্যাডিলেডের অ্যাডিলেড ওভাল। এই ভেন্যুতেই গড়াবে তৃতীয় টেস্ট।
এ ম্যাচের জন্য বিশেষজ্ঞ কোনো স্পিনার, তথা শোয়েব বশিরকে নেয়নি ইংল্যান্ড। দরকার পড়লে উইল জ্যাকস ও জো রুটেই তাদের ভরসা করতে হবে। দুজনই ডানহাতি অফস্পিনার। মনে করিয়ে দেয়া প্রয়োজন যে, ইংল্যান্ড সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে।
প্রথম টেস্টের দুই ইনিংসে ডাকের পর জ্যাক ক্রলিকে বাদ পড়বেন বলে গুঞ্জন উঠেছিল। কিন্তু ব্রেন্ডন ম্যাককলাম তার ওপর আস্থা রেখেছেন। ক্রলিও পরের টেস্টে রানের দেখা পেয়েছেন। প্রথম ইনিংসে ৭৬ করার পর দ্বিতীয় ইনিংসে করেন ৪৪ রান। জ্যাক ক্রলির বাদ পড়ার গুঞ্জন শেষ দ্বিতীয় টেস্ট শেষেই, এরপর গুঞ্জন উঠেছিল অলি পোপকে নিয়ে। পোপ দ্বিতীয় ম্যাচের এক ইনিংসে ডাক ও আরেক ইনিংসে ২৬ রান করেন। তার বিরুদ্ধে অভিযোগ, সহজেই উইকেট ছুঁড়ে দেয়ার। তিনি তৃতীয় টেস্টেও জায়গা ধরে রেখেছেন।
ইংল্যান্ড স্কোয়াডঃ জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), উইল জ্যাকস, ব্রাইডন কার্স, জফরা আর্চার ও জশ টাং।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















