বিপিএলে বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে যা বললেন আশরাফুল

বিপিএলে বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে যা বললেন আশরাফুল

আশরাফুল , ছবি: সংগৃহীত

বিপিএলে বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে যা বললেন আশরাফুল । চলতি বিপিএল শেষে টি-টোয়ন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার কথা বাংলাদেশ! যে বিশ্বকাপ দলে রয়েছেন রংপুরের চার ক্রিকেটার অধিনায়ক লিটন দাস, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহান। তাদের প্রস্তুতি ভালোভাবেই এগোচ্ছে বলে মনে করেন রংপুরের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল।

সোমবার সিলেটে চট্টগ্রামের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে আশরাফুল বলেন, ‘প্রত্যেক প্লেয়ারই এখন অনেক সচেতন। বাংলাদেশ দলের সবাই অনেক সচেতন। ফিটনেস, ফুড সবাই খুব সুন্দরমতো করে থাকে। ম্যাচ খেলার থেকে বড় প্র্যাকটিস তো আর হতে পারে না। লিটন, হৃদয়, সোহান, মুস্তাফিজ চার জন আছে বিশ্বকাপ দলে। তারা তাদের নিজেদের ট্রেনিং প্রতিদিনই করছে। ব্যাক টু ব্যাক আমরা ম্যাচ খেলছি। চোট তো বলেকয়ে আসে না। আপনি তো বিশ্রাম নিয়ে থাকতে পারবেন না যেহেতু এই টুর্নামেন্টটা বিশ্বকাপের একটা প্রস্তুতিও আমি মনে করি।’

টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও এখনও পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না রংপুর রাইডার্সের সহকারী কোচ আশরাফুল। এ বিষয়ে তিনি বলেন,‘আলহামদুলিল্লাহ। টপে আছি, আমার মনে হয় এখনও তিন বিভাগে সেরাটা খেলতে পারিনি। আশা করি যে যত ম্যাচ যাবে, আস্তে আস্তে পারফরম্যান্স সুন্দর হবে ইনশাআল্লাহ। খাতা কলমে আমি মনে করি ৬ দলের মধ্যে রংপুরের দলটাই সেরা। টেবিলে একে থাকাটাই স্বাভাবিক। পারফরম্যান্সে আরও উন্নতির জায়গা আছে আমাদের।’

Exit mobile version