এশিয়া কাপে নেপালের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ । আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে টাইগার যুবাদের প্রতিপক্ষ আজ নেপাল।
দুবাইয়ের দ্য সেভেন্স স্টেডিয়ামের এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আজিজুল হাকিম তামিম। টানা দ্বিতীয় ম্যাচে জয়ের আশায় একাদশে ৩টি পরিবর্তন এনেছে। একাদশে নেই আফগানিস্তানের বিপক্ষে ৬২ রান করে রিফাত বেগ, নেই উইকেটরক্ষক মো. আবদুল্লাহ ও সামিউন বশিরও। দলে ঢুকেছেন ফরিদ হাসান, মো সবুজ (উইকেটরক্ষক) ও শাহরিয়া আল-আমিন।
যুব এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। শুধু তাই নয়, প্রতিযোগিতাটির গত দুই আসরেই যুব টাইগাররা চ্যাম্পিয়ন হয়েছে। অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের ট্রফির সংখ্যাও এই দুটিই। ২০২৩ সালে হারিয়েছিল আরব আমিরাতকে, আর গত বছর ভারতকে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা জয় দিয়ে আসর শুরু করলেও তাদের প্রতিপক্ষ নেপাল প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশঃজাওয়াদ আবরার, শাহরিয়ার আহমেদ, ফরিদ হাসান, আজিজুল হাকিম তামিম, কালাম সিদ্দিকী অলিন, রিজান হোসেন, শাহরিয়া আল-আমিন, মো. সবুজ, শেখ পারভেজ জীবন ও সাদ ইসলাম।
নেপাল অনূর্ধ্ব-১৯ একাদশঃ সাহিল পাটেল, নিরাজ কুমাার, ভানশ ছেত্রি, সিবরিন শ্রেষ্ঠ, অশোক ধামি, আশিষ লুহার, নিশ্চল শেত্রি, অভিষেক তিওয়ারি, যুবরাজ খাত্রি, বিপিন শর্মা ও দয়ানন্দ মন্ডল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















