দেশের ক্রিকেটাঙ্গন অস্থির বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যে। বিষয়টিকে অপমানজনক ও দুঃখজনক মনে করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল না খেললে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা, এমন প্রশ্নে বিতর্কিত মন্তব্য করেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। এরপর দেশের ক্রিকেটাঙ্গনে অস্থিরতা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে আজ এক সংবাদ সম্মেলনে আসিফ নজরুল বলেন,’খুব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে হয়েছে। এখানে আপনারা লক্ষ্য করেছেন, আমরা একজন ক্রিকেটার মোস্তাফিজের অবমাননা হয়েছে দেখে পুরা বাংলাদেশ রুখে দাঁড়িয়েছে।’
খোদ বিসিবির এক দায়িত্বশীল কর্মকর্তার মন্তব্য নিয়ে তাই ক্রীড়া উপদেষ্টা বলেন,’আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক পুরা বাংলাদেশের সমস্ত ক্রিকেটারদেরকে নিয়ে অপমানজনক যে মন্তব্য করেছেন, আমি একজন ক্রিকেট ভক্ত হিসেবে বলি, আমার কাছে খুবই দায়িত্বহীন মনে হয়েছে এটা।’
দেশের ভাবমূর্তি ও সম্মানের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে জানিয়ে আসিফ নজরুল আরও বলেন,’আমাদের এখন বিশ্বকে এই বার্তা দেওয়া প্রয়োজন যে, আমরা সবাই ঐক্যবদ্ধ এক জাতি। ক্রিকেট বোর্ড, ক্রিকেটার, ক্রিকেট ভক্ত- আমরা সবাই ঐক্যবদ্ধ এক জাতি।’
এ কারণে হতাশার সাথে আসিফ নজরুল বলেন,‘এরকম একটা সময়ে একটা দায়িত্বশীল পদে থেকে সমস্ত ক্রিকেটারদেরকে অপমান করে কথাবার্তা বলা এটা … খুব দুঃখজনক, খুবই দুঃখজনক। যাই হোক, এটা ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ ব্যাপার, তারা ব্যবস্থা নেবে।’
