বিপিএলে নাসিরের দ্রুততম ফিফটিতে ঢাকার জয় । বুধবার সিলেটে এ ম্যাচে নোয়াখালীকে ৭ উইকেটে হারায় ঢাকা ক্যাপিটালস। ২১ বলে ফিফটি হাঁকিয়ে এবারের আসরের দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন ঢাকার নাসির হোসেন। এই নিয়ে টানা ৫ম ম্যাচ হারলো নোয়াখালী এক্সপ্রেস। বিপিএলে এটি ঢাকার ২য় জয়। অন্যদিকে ৫ ম্যাচ খেলে ৫টিতেই হেরেছে নোয়াখালী এক্সপ্রেস।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে জিতে আগে নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা ক্যাপিটালস। আগে ব্যাট করতে নেমে শুরুতে বেশ চাপে পড়ে যায় নোয়াখালী। দুই ওপেনার হাবিবুর রহমান সোহান এবং সৌম্য সরকার সাজঘরে ফিরেছেন দলের ১১ রানের মাথাতে।
ওয়ানডাউনে নেমে কিছুটা লড়াই চালিয়েছেন মাজ সাদাকাত। তবে মুনিম শাহরিয়ার এবং মাহিদুল ইসলাম অঙ্কন মোটা দাগে ব্যর্থ। ৬ বলে ২ রান করে বিদায় নেন মুনিম। ৯ বলে ৪ রান করেছেন অঙ্কন। ১৯ বলে ২৪ রানের লড়াকু ইনিংস খেলা মাজ ফিরেছেন দলের ৪০ রানের মাথাতে। মাত্র ৪০ রান তুলতেই ৫ উইকেট হাওয়া নোয়াখালীর। দলের বিপদে ধরেন মোহাম্মদ নবী এবং হায়দার আলী। দুজনের সাবলীল ব্যাটিংয়ে বিপদ সামলে এগিয়েছে নোয়াখালীর ইনিংস। দেখেশুনে পরিস্থিতির দাবি মিটিয়ে এগিয়েছেন নবী এবং হায়দার।
দুজনের ব্যাটে ভর করে ১২০ পার করে নোয়াখালী। ৩৬ বলে ৪৭ রান করা হায়দার সাজঘরে ফিরে যান একদম শেষ ওভারে। ৩৩ বলে ৪২ রান করে টিকে ছিলেন নবী। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলে থেমেছে নোয়াখালীর ইনিংস। বল হাতে ঢাকা ক্যাপিটালসের হয়ে ১টি করে উইকেট নেন ইমাদ ওয়াসিম, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, জিয়াউর রহমান, নাসির হোসেন এবং আব্দুল্লাহ আল মামুন।
জবাব দিতে নেমে শুরুতেই দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ এবং আব্দুল্লাহ আল মামুনের উইকেট হারিয়ে ফেলে ঢাকা ক্যাপিটালস। দলের ১৪ রানের মাথাতে বিদায় নেন গুরবাজ এবং মামুন। ৬ বলে ১ রান করেছেন মামুন। অন্যদিকে ২ বল মোকাবেলা করে রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন গুরবাজ।
নাসিরের তাণ্ডব
এরপর ওয়ানডাউনে নেমে তাণ্ডব চালিয়েছেন নাসির হোসেন। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে রান তুলেছেন নাসির। ফিফটি পর্যন্ত গিয়েছেন একদম সুপারসনিক প্লেনে চেপে। মাত্র ২১ বলে ফিফটি করে ফেলেন নাসির। এবারের আসরের দ্রুততম ফিফটি এল নাসিরের ব্যাট থেকেই। এর আগে ২৩ বলে ফিফটি হাঁকিয়ে এই রেকর্ড দখলে রেখেছিলেন কাইল মেয়ার্স।
ফিফটির পর কিছুটা কমেছে নাসিরের রানের গতি। তবে থামেনি একদমই। চারে নামা ইরফান শুক্কুর ১১ বলে ১২ রান করেছেন। পাঁচে নেমে নাসিরের সাথে যোগ দেন ইমাদ ওয়াসিম। আগ্রাসী ব্যাটিংয়ে এগিয়েছেন ইমাদও। দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরির দিকে ছুটেছেন নাসির। শেষ পর্যন্ত নাসির-ইমাদের ব্যাটে চড়েই জয়ের বন্দরে চলে যায় ঢাকা ক্যাপিটালস। ৫০ বলে ৯০ রানের টর্নেডো ইনিংস খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন নাসির। ১৬ বলে ২৯ রান করে টিকে ছিলেন ইমাদ। নোয়াখালী হয়ে ২ উইকেট নেন হাসান মাহমুদ। ১ উইকেট তুলেছেন জহির খান।
