ম্যানইউকে হারিয়ে লিগ জমিয়ে তুললো অ্যাস্টন ভিলা

ইংলিশ প্রিমিয়ার লিগ

ম্যানইউকে হারিয়ে লিগ জমিয়ে তুললো অ্যাস্টন ভিলা

ম্যানইউকে হারিয়ে গোল উদযাপন

অ্যাস্টন ভিলার কাছে ২-১ ব্যবধানে হার

ম্যানইউকে হারিয়ে লিগ জমিয়ে তুললো অ্যাস্টন ভিলা । বড়দিনের আগমনটা স্বস্তির হলো না ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেষ্টার ইউনাইটেডের। রবিবার রাতে লিগ লড়াইয়ে অ্যাওয়েতে তারা অ্যাস্টন ভিলার কাছে ২-১ গোলে হেরে গেছে। অ্যাস্টন ভিলার হয়ে জোড়া গোল করেন মর্গান রজার্স। ম্যাথেয়াস কুনহা ম্যানইউয়ের হয়ে গোল করেন।

দারুণ একটা সময় পার করছে অ্যাস্টন ভিলা। লিগের প্রথম ম্যাচে একটাতেও জয় না পাওয়া দলটি এখন জয়কে অভ্যাসে পরিণত করেছে। সব ধরণের প্রতিযোগিতা মিলে টানা দশম জয় পেয়েছে তারা। লিগে টানা জয়ের সংখ্যা সাত। এ সময়ে তাদের দাপট থেকে রেহাই পায়নি পয়েন্ট টেবিলের শীর্ষে আর্সেনালও। এবার তাদের শিকারে পরিণত হলো ম্যানইউ।

এ ম্যাচে জয়ের ফলে অ্যাস্টন ভিলা তৃতীয় স্থানে উঠে এসেছে। পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দল আর্সেনাল ও ম্যাচেস্টার সিটিকে চোখ রাঙানি দিতেও শুরু করেছে। আর্সেনালের পয়েন্ট ১৭ ম্যাচ শেষে ৩৯। ম্যানসিটির সংগ্রহ ৩৭। আর অ্যাস্টন ভিলার ৩৬। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ম্যানইউ সপ্তম স্থানে।

নাটকীয় এক ম্যাচ উপভোগ করেছে প্রিমিয়ার লিগের দর্শকেরা। প্রথমার্ধের শেষ সময়ে রজার্স গোল করে এগিয়ে নিয়েছিলেন। উভয় দল তখন বিরতির বাঁশির জন্য অপেক্ষা করছে। তবে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া হয়নি তাদের। ইনজুরি সময়ে সেই গোল পরিশোধ করেন কুনহা।

বিরতির পর কুনহা আবার গোল করেন। ৫৭ মিনিটে তার করা এই গোল আর পরিশোধ করতে পারেনি ম্যানইউ।

Exit mobile version