সমালোচনার চাপে শেষ পর্যন্ত পিছু হটল ফিফা। ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিটের অস্বাভাবিক মূল্য নিয়ে যে অসন্তোষ তৈরি হয়েছিল বিশ্বজুড়ে, তারই প্রতিক্রিয়ায় টিকিট নীতিতে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা। শেষমেষ টিকিটের দাম কমালো ফিফা ।
ফিফা নিশ্চিত করেছে, বিশ্বকাপের প্রতিটি ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭ হাজার ৩৪২ টাকা। এর আগে ফাইনালের টিকিটের সর্বোচ্চ মূল্য ধরা হয়েছিল ৪ হাজার ১৮৫ ডলার পর্যন্ত, যা বাংলাদেশি টাকায় প্রায় ৫ লাখ ১০ হাজার টাকার সমান। এই মূল্য ঘোষণার পরই শুরু হয় তীব্র সমালোচনা।
স্কাই স্পোর্টসকে দেওয়া তথ্য অনুযায়ী, নতুন নীতিতে টিকিটের মূল্যসীমা নির্ধারণ করে দিয়েছে ফিফা। গ্রুপ পর্বের ম্যাচগুলোর টিকিটের সর্বনিম্ন দাম ৬০ ডলার এবং সর্বোচ্চ ১০০ ডলার। আবার, কোনো ম্যাচের টিকিটের দামই ১ হাজার ডলারের বেশি হবে না। ১০০ ডলারের টিকিটগুলো বিক্রি হবে ‘সাপোর্টার এন্ট্রি টায়ার প্রাইস’ ক্যাটাগরিতে।

ফিফা আনুষ্ঠানিকভাবে মূল্য কমানোর নির্দিষ্ট কারণ ব্যাখ্যা না করলেও, তাদের বক্তব্য থেকে পরিষ্কার যে মূল লক্ষ্য সাধারণ দর্শকদের মাঠে আনা। সংস্থাটি জানিয়েছে, বিশ্বকাপ যেন কেবল টেলিভিশনের পর্দায় সীমাবদ্ধ না থাকে, বরং সমর্থকেরা সরাসরি স্টেডিয়ামে বসে তাদের প্রিয় দলের খেলা উপভোগ করতে পারেন, সেটাই তারা নিশ্চিত করতে চায়।
এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে ইউরোপীয় ফুটবল সমর্থক সংগঠন এফএসই। তারা ফিফার মূল্য হ্রাসের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং একই সঙ্গে শারীরিকভাবে অক্ষম দর্শকদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
২০২৬ সালে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে এই টুর্নামেন্ট। কাতার বিশ্বকাপ জয়ের পর শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে আবারও বিশ্বমঞ্চে নামবেন লিওনেল মেসি। তবে তার আগেই ফিফার এই সিদ্ধান্ত বিশ্বকাপ ঘিরে নতুন করে আশার আলো দেখাচ্ছে, অন্তত সাধারণ ফুটবলপ্রেমীদের জন্য।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















