অ্যাশেজে একের পর এক সংকট আঘাত হানছে ইংল্যান্ড শিবিরে। এবার ছিটকে গেলেন অ্যাটকিনসন । আগেভাগে সিরিজ হারলেও চতুর্থ ম্যাচ জয়ে ব্যবধান কমিয়েছে ইংল্যান্ড। তবে পঞ্চম ম্যাচের আগে আবার ইনজুরির কবলে সফরকারী দলটি। সর্বশেষ ম্যাচে তিন উইকেট শিকার করা গাস অ্যাটকিনসনকে এবার হারালো ইংলিশরা। হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন তিনি।
মেলবোর্নে শেষ হওয়া টেস্টে চোট পান অ্যাটকিনসন। তার আগে মার্ক উড ও জোফরা আর্চার ইনজুরি আক্রান্ত হয়ে দল থেকে ছিটকে যান।
দ্বিতীয় দিনে নিজের পঞ্চম ওভারের শেষ বল করার সময় অ্যাটকিনসন হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। অস্বস্তি নিয়ে মাঠ ছেড়ে যান তিনি। শনিবার তার পরীক্ষা করা হয়। তবে মাঠে ফেরেননি তিনি। তাকে ছাড়াই ইংল্যান্ড বেশ ভালোভাবেই ম্যাচ শেষ কর। অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ১৩২ রানে গুটিয়ে দিলে জয়ের জন্য ১৭৫ রান দরকার হয়। চার উইকেট হাতে রেখে ইংল্যান্ড জয় তুলে নেয়। ২০১১ সালের জানুয়ারির পর অস্ট্রেলিয়ার মাটিতে এটা ছিল ইংল্যান্ডের প্রথম জয়।
আগামী ৪ জানুয়ারি সিডনিতে শুরু হবে শেষ টেস্ট। তবে অ্যাটকিনসনের জায়গায় নতুন করে কাউকে আর ডাকা হচ্ছে না। বিকল্প হিসেবে আছেন সিমার ম্যাথু পটস ও ম্যাথু ফিশার।
