দেপোর্তিভো লা করুনাকে হারিয়ে কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে আতলেতিকো মাদ্রিদ । মঙ্গলবার রাতে অনুষ্ঠিত রাউন্ড অব সিক্সটিনের খেলায় তারা ১-০ গোলে জয় পেয়েছে। একমাত্র গোলটি করে অ্যান্তেনিও গ্রিজম্যান। দ্বিতীয়ার্ধে গোলটি করেন গ্রিজম্যান। দারুণ এক ফ্রি কিকে গোলটি করেন তিনি। ৩৪ বছর বয়সী গ্রিজম্যানের এটি ছয় ম্যাচে পঞ্চম গোল।
আতলেতিকো মাদ্রিদের জন্য এটি দারুণ এক জয়। সময়টা এমনিতে তাদের ভালো যাচ্ছিল না। সুপার কোপায় রিয়াল মাদ্রিদের কাছে হারের পাশাপাশি ঘরোয়া লিগে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগির স্মৃতি নিয়ে এ ম্যাচে মাঠে নেমেছিল তারা। ফলে একটা আতঙ্ক থাকলেও শেষ পর্যন্ত জয় পেয়েছে দলটি।
ঘরোয়া লিগে আতলেতিকো মাদ্রিদ ১৯ ম্যাচ থেকে ৩৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। ফলে লা লিগায় শিরোপা জয়ের তেমন একটা সম্ভাবনা তাদের সামনে নেই। শীর্ষে থাকা বার্সেলোনার থেকে ১১ পয়েন্ট পিছিয়ে তারা।
কোপা দেল রের ম্যাচে রিয়াল মাদ্রিদ বুধবার ও বার্সেলোনা বৃহষ্পতিবার মাঠে নামবে। রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ দ্বিতীয় বিভাগের দল আলবাসিতে। বার্সেলোনার প্রতিপক্ষ রেসিং। এটিও দ্বিতীয় বিভাগের দল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















