সিরিজ জয় আগেই নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাস সিরিজের প্রথম তিনটি জয়ের মাঝ দিয়ে অ্যাশেজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। আজ শুক্রবার মেলবোর্নে শুরু হয়েছে চতুর্থ টেস্ট। তবে শুরুটা ভালো হয়নি। মাত্র ১৫২ রানে প্রথম ইনিংসে অল আউট হয়েছে অস্ট্রেলিয়া।
পুরো সিরিজ জুড়েই ব্যাটিং ব্যর্থতা বড় হয়ে দেখা দিয়েছে ইংল্যান্ডের সামনে। সে সঙ্গে বোলাররাও ব্যর্থতার তালিকায় নাম লিখিয়েছে। তবে মেলবোর্নে দারুণভাবে জ্বলে উঠেছে ইংলিশ বোলাররা। এর আগে মাত্র একবারই চলমান সিরিজে অস্ট্রেলিয়াকে এর থেকে কম রানে অল আউট করতে পেরেছে ইংল্যান্ড। পার্থে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৩২ রানে স্বাগতিকদের গুটিয়ে দিয়েছিল তারা। তবে দ্বিতীয় ইনিংসে ঠিকই প্রতিশোধ নিয়েছিল অস্ট্রেলিয়ার ব্যাটাররা। নাকানি চুবানি খাইয়েছিল দ্বিতীয় ইনিংস। জয় পেয়েছিল অস্ট্রেলিয়া ৮ উইকেটে।
আজ শুরু হওয়া টেস্টে অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করেছেন জন টনগু। একাই নিয়েছেন ৫ উইকেট। এছাড়া গাস অ্যাটকিনসন শিকার করেছেন দুই উইকেট। তাদের আক্রমণে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া।
৫১ রানে ৪ উইকেট হারানো অস্ট্রেলিয়াকে কিছুটা স্বস্তি এনে দেয় মাইকেল নেসেরের ব্যাটিং। ৩৫ রান করেছেন তিনি। লোয়াগার অর্ডারের এই ব্যাটারের করা ৩৫ রানই ছিল অস্ট্রেলিয়ার ইনিংসে সর্বোচ্চ রান। পাঁচ ব্যাটার নিজেদের রানকে দুই অংকে নিতে পারেননি।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ১৫২ (৪৫.২ ওভার)। (নেসের ৩৫, উসমান খাজা ২৯, অ্যালেক্স ক্যারে ২০, ক্যামেরন গ্রিন ১৭, ট্রাভিস হেড ১২; জস টনগু ৫/৪৫, গাস অ্যাটকিনসন ২/২৮)।
