কামিন্স-উডদের নিয়েই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত করছে । সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর গত দেড় বছরে অস্ট্রেলিয়ার হয়ে কোনো টি-টোয়েন্টি খেলেননি প্যাট কামিন্স। তবে জশ হ্যাজেলউড ও টিম ডেভিড অবশ্য এই সংস্করণে নিয়মিত ছিলেন।
বর্তমানে তিনজনই চোটের কারণে মাঠের বাইরে। তবুও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে এই তিন ক্রিকেটারকে রাখার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার ম্যানেজমেন্ট। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দলে কামিন্স, হ্যাজেলউড ও ডেভিডকে রাখা হচ্ছে বলে নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
আগামী শুক্রবারের মধ্যে সব দলকে স্কোয়াড ঘোষণা করতে হবে, তবে ৩১ জানুয়ারি পর্যন্ত কোনো কারণ ছাড়াই দলে পরিবর্তনের সুযোগ থাকছে, যা কাজে লাগাতে চায় অস্ট্রেলিয়া। কামিন্সকে ঘিরে পরিকল্পনার কথা জানিয়ে ম্যাকডোনাল্ড বলেন, ‘চার সপ্তাহ পর নাগাদ আরেক দফা স্ক্যান করানো হবে প্যাটের। তখনই আমরা বুঝতে পারব সে বিশ্বকাপে থাকবে কি না। আপাতত ১৫ জনের স্কোয়াডে তাকে রাখা হচ্ছে, এরপর সময় অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।’
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। অস্ট্রেলিয়া তাদের প্রথম ম্যাচ খেলবে ১১ ফেব্রুয়ারি, আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর জিম্বাবুয়ে এবং ১৬ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা। বিশ্বকাপের আগে জানুয়ারির শেষ দিকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রস্তুতি নেবে অস্ট্রেলিয়া।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















