ক্রিকেটকে বিদায় বললেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটার । ১৭ বছরের দীর্ঘ ও বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের পর পেশাদার ক্রিকেটকে বিদায় বলেছেন অস্ট্রেলিয়ার এক সময়ের নির্ভরযোগ্য ফাস্ট বোলার কেন রিচার্ডসন। সোমবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন তিনি।
অস্ট্রেলিয়ার ২০২১ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে তিনি খেলেছেন ২৫টি ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ। ওয়ানডেতে তার উইকেট সংখ্যা ৩৯টি এবং টেস্টে নিয়েছেন ৪৫টি।
ঘরোয়া লিগে তার অন্যতম বড় সাফল্য আসে বিবিএল। ০৮ আসরে, যখন তিনি মেলবোর্ন রেনেগেডসের শিরোপাজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। বিগ ব্যাশ লিগে কেন রিচার্ডসনের অবস্থান আলাদা করে উল্লেখ করার মতো। অ্যাডিলেড স্ট্রাইকার্স, মেলবোর্ন রেনেগেডস ও সিডনি সিক্সার্সের হয়ে ১৫ মৌসুমে তিনি শিকার করেন ১৪২ উইকেট, যা তাকে বিগ ব্যাশ ইতিহাসে বিভাগে পঞ্চম সর্বোচ্চ উইকেটশিকারির আসনে বসিয়েছে।
২০০৯ সালে রাজ্যভিত্তিক বিগ ব্যাশ প্রতিযোগিতায় সাউথ অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ার শুরু করেন কেন রিচার্ডসন। পরের বছর বিবিএল-এর প্রথম ম্যাচেই অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে তার অভিষেক হয়। ৩৪ বছর বয়সী এই পেসার সাম্প্রতিক বছরগুলোতে একাধিক চোটে ভুগেছেন।
সদ্য সমাপ্ত বিগ ব্যাশ আসরে সিডনি সিক্সার্সের হয়ে দুটি ম্যাচ খেলে তিনি নিজের শেষ মৌসুম শেষ করেন। প্রথম শ্রেণির ক্রিকেটে কেন রিচার্ডসন খেলেছেন ৩৪টি ম্যাচ এবং নিয়েছেন ১০২ উইকেট। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৯৮ ম্যাচে তার উইকেট সংখ্যা ১৫৩। টি-টোয়েন্টিতে মোট ২০১ ম্যাচের ক্যারিয়ারে তিনি খেলেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে।
