বিরতির পর ফের মাঠে ফিরেছে বিপিএল। বৃহস্পতিবার সিলেটে ঢাকাকে ১৭৪ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স। এদিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে আজমতের ঝড়ে ঢাকাকে ১৭৪ রানের টার্গেট দিল সিলেট ।
শক্তিশালী ঢাকার বিপক্ষে ওপেনিংয়ে সতর্ক শুরু করে সিলেটের দুই ওপেনার সাইম আইয়ুব ও রনি তালুকদার। ভালো শুরুর পর দলীয় ১৫ রানের মাথায় ব্যক্তিগত ১১ রানে সালমান মির্জার বলে সাব্বিরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রনি। অধিনায়ক মিরাজ তিনে নেমে ব্যক্তিগত ৬ রানে তাসকিনের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন।
দলীয় ২২ রানে দুই উইকেট হারিয়ে সাইম আইয়ুবের সঙ্গে জুটি গড়ে দারুণ শুরু করে পারভেজ হোসেন ইমন। শুরু থেকেই ওপেনার সাইম ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে দলীয় ৮৬ রানে ফিরে যান। ৩৪ বলে এক ছয়ে ২৯ রান করেন এই অলরাউন্ডার।
এরপর ইমন ৩২ বলে দুটি করে চার ও ছক্কায় ৪৪ রান করে বিদায় নেন। ১৩.৫ ওভারে চার উইকেট হারিয়ে সিলেটের রান তখন ৯২। আফিফ হোসেন দেখেশুনের ব্যাটিং শুরু করেও ১৩ রানের বেশি করতে পারেন। শেষ দিকে ব্যাটিংয়ে ঝড় তোলেন আজমতউল্লাহ। এই আফগান ২৪ বলে পাঁচ বাউন্ডারি ও তিন ছক্কায় করেন অপরাজিত ৫০। এছাড়া ইথান ব্রুকস ৬ বলে অপরাজিত ১৩ রান করেন। বল হাতে ঢাকার পক্ষে সালমান ৪ ওভারে ৪৬ রানে সর্বোচ্চ দুটি উইকেট নেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















