৭৫ বছর পর নিলামে উঠছে ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

৭৫ বছর পর নিলামে উঠছে ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

৭৫ বছর পর নিলামে উঠছে ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন । স্যার ডন ব্র্যাডম্যানের স্মারক মানেই ক্রিকেট ইতিহাসের দুর্লভ অধ্যায়। তেমনই এক মূল্যবান স্মারক দীর্ঘদিন অগোচরে থাকার পর এবার সামনে আসছে। ৭৫ বছরের বেশি সময় ধরে একটি পরিবারের কাছে সযত্নে রাখা ব্র্যাডম্যানের একটি টেস্ট ক্যাপ নিলামে তোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

৭৫ বছর পর নিলামে উঠছে ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন , ছবি: সংগৃহীত

নিলাম আয়োজন করছে আন্তর্জাতিকভাবে পরিচিত প্রতিষ্ঠান লয়েডস অকশনস। আগামী ২৬ জানুয়ারি, অস্ট্রেলিয়া ডে পর্যন্ত চলবে নিলাম প্রক্রিয়া। অস্ট্রেলিয়ার টেস্ট দলের ঐতিহ্যবাহী ‘ব্যাগি গ্রিন’ ক্যাপ দেশটির ক্রিকেট সংস্কৃতিতে মর্যাদা ও গর্বের প্রতীক হিসেবে বিবেচিত।

ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন আগেও নিলামে উঠে বিপুল আগ্রহ তৈরি করেছে। সাম্প্রতিক বছরগুলোতে তাঁর ব্যবহৃত ক্যাপ কয়েক লাখ ডলারে বিক্রি হয়েছে। তবে এবারের ক্যাপটির গুরুত্ব আলাদা, কারণ এটি এতদিন কোথাও তালিকাভুক্ত ছিল না এবং ব্র্যাডম্যানের পরিচিত স্মারকগুলোর মধ্যেও এর উল্লেখ পাওয়া যায়নি।

এই ক্যাপটি ব্র্যাডম্যান তাঁর টেস্ট ক্যারিয়ারের শেষ ভাগে সতীর্থ এক ক্রিকেটারকে উপহার দেন। সেই ক্রিকেটারের পরিবারই কয়েক দশক ধরে এটি নিজেদের ব্যক্তিগত সংগ্রহে রেখে দেয়। দীর্ঘ এই সময়ে ক্যাপটি কখনো প্রকাশ্যে আনা হয়নি, বিক্রির জন্য তোলা হয়নি কিংবা জনসমক্ষে আলোচনাতেও আসেনি।

ক্রিকেট বিশেষজ্ঞদের মাধ্যমে সব ধরনের প্রমাণীকরণ শেষে নিশ্চিত করা হয়েছে, এটি ব্র্যাডম্যানেরই আসল ব্যাগি গ্রিন। ক্রিকেট ইতিহাসবিদদের মতে, স্যার ডনের সঙ্গে সরাসরি সম্পর্কিত এমন স্মারক, যা এত দীর্ঘ সময় একই পরিবারের কাছে অক্ষত ছিল, তা সচরাচর দেখা যায় না।

১৯৪০-এর দশকের ব্যাগি গ্রিন এখন এমনিতেই বিরল বস্তু। সে সময় প্রতি সিরিজে খুব সীমিত সংখ্যক ক্যাপ দেওয়া হতো, ফলে সময়ের সঙ্গে অনেকগুলো হারিয়ে গেছে। সেই বাস্তবতায় ব্র্যাডম্যানের এই ব্যাগি গ্রিন নিলামে ওঠা ক্রিকেট ইতিহাস ও স্মারক সংগ্রহের জগতে বিশেষ গুরুত্ব বহন করছে।

Exit mobile version