ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

যা বললেন আসিফ নজরুল ও বুলবুল

ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

বিশ্বকাপে বিকল্প ভেন্যু চায় বাংলাদেশ। ছবি: সংগৃহীত

ভারত ইস্যুতে কঠোর অবস্থান বাংলাদেশের

ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ । সেই সিদ্ধান্তেই অনড় থাকার কথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। মূলত নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বিকল্প ভেন্যুর জন্য আইসিসির কাছে আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও বিষয়টি নিয়ে কথা বলেছেন।

ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ । ছবি: সংগৃহীত

আজ সচিবালয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে যাওয়ার বিষয়ে যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বৈঠকে বসেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

বর্তমান পরিস্থিতিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার অবস্থান আইসিসিকে বোঝাতে সক্ষম হবে বাংলাদেশ, এমন আশা প্রকাশ করেছেন উপদেষ্টা। তিনি বলেছেন,‘আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা- এটার প্রশ্নে আমরা কোনো আপস করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই। আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা, আমরা সেখানে খেলতে চাই।

সিদ্ধান্তটা দুই দিন আগেই নিয়েছে বাংলাদেশ। সে বিষয়ে আসিফ নজরুল বলেন,‘এই অবস্থানে আমরা অনড় আছি। আমরা কেন অনড় আছি, আশা করি সেটা আইসিসিকে বোঝাতে সক্ষম হব। আইসিসি আমাদের যুক্তিগুলো হৃদ্যতার সঙ্গে নিরপেক্ষভাবে বিবেচনা করে আমরা কষ্ট করে যেটা অর্জন করেছি, সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দেবে।

বাংলাদেশের অবস্থান নিয়ে ব্যাখ্যা দিলেন বুলবুল, ছবি: সংগৃহীত

এর আগে বুধবার (আজ) সকালে গুঞ্জন ওঠে, বিসিবির আবেদন আমলে নেয়নি আইসিসি এবং জনপ্রিয় এক ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট সংবাদ প্রকাশ করে, বাংলাদেশ দলকে ভারতে গিয়েই খেলতে হবে। দুপুরের মধ্যেই এ বিষয়ে বিসিবির অনেক পরিচালক খবরটিকে অসত্য দাবি করেন।

ক্রীড়া উপদেষ্টার সঙ্গে মিটিংয়ের পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সেটিকে মিথ্যা প্রপাগান্ডা দাবি করে বলেছেন,‘নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের অধিকার আদায়ে আমরা লড়াই করে যাব। এর আগে অনেকগুলো বিশ্বকাপ খেলেছি, কখনো আমরা এমন কথা বলিনি। এবার যৌক্তিক কারণ আছে বলেই আমরা বলেছি। আশা করছি, আইসিসির কাছে আমরা আমাদের যুক্তি বুঝাতে পারবো। ভারত একজন খেলোয়াড়কে নিরাপত্তা দিতে পারছে না, সেখানে পুরো ক্রিকেট টিম ও সংশ্লিষ্টদের কীভাবে তারা নিরাপত্তা দেবেন-সেই প্রশ্ন রয়ে গেছে।

Exit mobile version