আসন্ন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার রাতে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে ৭ জনকে। জিম্বাবুয়ে ও নামিবিয়া যৌথভাবে এবারের বিশ্বকাপ আয়োজন করবে। রবিবার রাতে বাংলাদেশের যুবারা দেশ ছাড়বেন।
আগামী ১৫ জানুয়ারি যুব বিশ্বকাপ মাঠে গড়াবে। ২০২০ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল তারপর আর বড় কোনো সাফল্য পায়নি। এবার বাংলাদেশের যুবাদের আশা আবার বড় কিছু অর্জনের।
যদিও কিছুদিন আগে এশিয়া কাপে বাংলাদেশের যুবারা সেমিফাইনাল থেকে বিদায় নেয়। সেই দল থেকে মাত্র একটি পরিবর্তন এসেছে বিশ্বকাপের দলে। এশিয়া কাপের মূল স্কোয়াড থেকে ছিটকে গেছেন মো. সবুজ। তিনি আছেন স্ট্যান্ডবাই হিসেবে।
ইনজুরির কারণে এশিয়া কাপ খেলতে না পারা পেসার আল ফাহাদ ফিরেছেন। তাকে নিয়েই বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশের যুবারা। এছাড়া এশিয়া কাপে ৬ জন স্ট্যান্ডবাই ছিলেন, তার সঙ্গে যোগ হয়েছেন শুধু সবুজ।
এবার বিশ্বকাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল খেলবে ‘এ’ গ্রুপে। সেখানে প্রতিপক্ষ হিসেবে আছে ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ১৭ জানুয়ারি ভারতের বিপক্ষে বুলাওয়েতে মিশন শুরু করা বাংলাদেশ যুবারা তিন দিন বিরতি দিয়ে নামবে পরের ম্যাচে।
২০ জানুয়ারি একই ভেন্যুতে লাল-সবুজ জার্সিধারীরা মুখোমুখি হবে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের। গ্রুপের শেষ ম্যাচে জিম্বাবুয়েতে হারারের তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাবে বাংলাদেশ খেলবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ২৩ জানুয়ারি।
শনিবার দুপুরে বিশ্বকাপ স্কোয়াডের অফিসিয়াল ফটোশুট। রবিবার রাতে তারা বিশ্বকাপ মিশনে রওনা হবেন।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ স্কোয়াড
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহঅধিনায়ক), সামিউন বাসির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজন হোসেন, শাহারিয়া আল আমিন, স্বাধীন ইসলাম, মো. আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দীকি এলিন, রিফাত বেগ, সা’দ ইসলাম রাজিন, আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও ইকবাল হোসেন ইমন।
স্ট্যান্ডবাই : আব্দুর রহিম, দেবাশীষ সরকার দেবা, রাফি উজ্জামান রাফি, ফারহান শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, সানজিদ মজুমদার, মো. সবুজ।
