থাইল্যান্ডের ব্যাংককে সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে আজ শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারাল বাংলাদেশ । এটি ছিল বাংলাদেশ পুরুষ ফুটসাল দলের চতুর্থ ম্যাচ।
প্রথমার্ধে বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে ছিল। দুটি গোলই করেন অধিনায়ক রাহবার খান। প্রথমটি করেছেন বামপ্রান্ত থেকে কোনাকুনি শটে। পরের গোলটি ডান প্রান্ত থেকে। অবশ্য প্রথম গোলের পরই শ্রীলঙ্কার অধিনায়ক ফ্রি-কিক থেকে গোল করে দলকে সমতায় ফিরিয়েছিলেন।

কানাডা প্রবাসী ফুটবলার রাহবার ব্রিটিশ কোচ জেমি ডের সময় জাতীয় দলেও খেলেছিলেন। এরপর আর জাতীয় দলে ডাক পাননি। সেই রাহবার জোড়া গোল করে আবার তৃতীয় গোলের জোগানদাতা।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও ৩টি গোল করে। রাহবারের বাড়ানো বলে পোস্টের সামনে শুধু প্লেসিং করেন মঈন। খেলা শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে আরও দুই গোল করে বাংলাদেশ। খেলার অন্তিম মুহূর্তে দর্শনীয় একটি গোল করেন আবির। লঙ্কানদের আক্রমণ প্রতিহতের পর নিজেদের বক্সের একটু সামনে থেকে লম্বা শট নেন তিনি। গোলরক্ষক ও ডিফেন্স পোস্টে না থাকায় বল সরাসরি জালে জড়ায়।
গ্রুপ পর্বে ৬ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দল চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশের পুরুষ দল চার ম্যাচের দুটিতে জয়, একটি হার ও একটি ড্র করেছে। আর নারী দল এখনও অপরাজিত। তিন ম্যাচের দুটি জয় ও একটি ড্র করেছে সাবিনারা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















