ভারতের কাছে প্রথম ম্যাচে হার এবং দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে বেশ সমস্যায় পড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। তবে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ নিশ্চিত করেছে।

হারারের তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাবে টস জিতে আগে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশের যুবারা। ৬ রানেই ২ উইকেট হারায় তারা। নিয়মিত বিরতিতেই বাংলাদেশী বোলাররা উইকেট তুলে নিতে থাকেন।
শেষ পর্যন্ত ৫০ ওভারে ১৯৯ রানেই গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। আদনিত ঝাম্ব ৬৯ বলে ৩ চার, ১ ছয়ে সর্বোচ্চ ৬৮ রান করে অপরাজিত থাকেন। এছাড়া অধিনায়ক উৎকর্ষ শ্রীবাস্তব ৬৫ বলে ৩ চার, ১ ছয়ে করেন ৩৯।
বাংলাদেশের যুবাদের পক্ষে পেসার ইকবাল হোসেন ইমন ১০ ওভারে ৪১ রানে ৩টি উইকেট নেন। এছাড়া ২টি করে উইকেট পেয়েছেন রিজন হোসেন, আল ফাহাদ ও শাহরিয়ার আহমেদ।
জবাবে নেমে ৭৮ রানের উদ্বোধনী জুটি পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওপেনার জাওয়াদ আবরার ৪২ বলে ৫ চার, ৩ ছয়ে ৪৭ রান করে আউট হন। কিছুক্ষণ পর আরেক ওপেনার রিফাত বেগও ৫৫ বলে ৩ চারে ৩০ রানে বিদায় নেন।
তৃতীয় উইকেটে অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও কালাম সিদ্দিকী এলিন ৮৮ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছে নিয়ে যান। আজিজুল হাফ সেঞ্চুরি করে ৮২ বলে ২ চার, ২ ছয়ে ৬৪ রানে সাজঘরে ফেরেন।
৪১.৩ ওভারেই বাংলাদেশ ৩ উইকেটে ২০১ রান তুলে সহজ জয় ছিনিয়ে নেয়। এলিন ৫৫ বলে ৩০ ও রিজন ১৬ বলে ২ ছক্কায় ২০ রানে অপরাজিত থাকেন।
সংক্ষিপ্ত স্কোর
যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৯ দলঃ ১৯৯/১০; ৫০ ওভার (আদনিত ৬৮, উৎকর্ষ ৩৯, সাহিল ৩৫; ইকবাল ৩/৪১, রিজন ২/২৭, শাহরিয়ার ২/৩২, ফাহাদ ২/৩৮)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলঃ ২০১/৩; ৪১.৩ ওভার (আজিজুল ৬৪, জাওয়াদ ৪৭, রিফাত ৩০, এলিন ৩০*, রিজন ২০*; রিতভিক ১/২৭, সাহিল ১/৩২)।
ফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৭ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : ইকবাল হোসেন ইমন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















