২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ পর্বের ৪ ম্যাচেই জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আয়ারল্যান্ডকে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ , আয়ারল্যান্ড নারী দলকে ৯ রানে হারিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই সুপার সিক্সে পা রেখেছেন নিগার সুলতানা জ্যোতিরা।
আজ মুলপানিতে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১৩ রানে প্রথম উইকেট হারানোর পর ৭০ রানের জুটি গড়েন দিলারা আক্তার ও শারমিন আক্তার সুপ্তা।
দিলারা ২৭ বলে ৫ চারে ৩৫ রানে বিদায় নিলে জুটি ভাঙে। তবে শারমিন হাফ সেঞ্চুরি করেন। শেষদিকে দ্রুত কিছু উইকেট হারিয়ে বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ রান করে।
শারমিন ৪৫ বলে ৫ চার, ১ ছয়ে ৫২ এবং সোবহানা মোস্তারি ১৬ বলে ১ চার, ৩ ছক্কায় ৩০ রান করেন। জেন ম্যাগুইয়ার ও আরলিন কেলি ২টি করে উইকেট নেন।

জবাবে ৫৩ রানের উদ্বোধনী জুটি গড়ে আয়ারল্যান্ডের মেয়েরা। অ্যামি হান্টার ২৫ রান করে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন। ১১তম ওভারে জোড়া আঘাত হেনে স্বর্ণা আক্তার ম্যাচে ফেরান বাংলাদেশকে।
তবে একপ্রান্তে অধিনায়ক গ্যাবি লুইস দুর্দান্ত ব্যাট করছিলেন। তিনি অর্ধশতক হাঁকান। তবে ১৯তম ওভারে ৫৮ বলে ১০ চার, ১ ছয়ে ৭৩ রানে রাবেয়া খানের লেগস্পিনে সাজঘরে ফেরেন।
আবার মাঠে নেমেও অ্যামি হান্টার দলকে জেতাতে পারেননি। ২০ ওভারে আয়ারল্যান্ড ৪ উইকেটে ১৪৪ রান করতে সক্ষম হয়। অ্যামি ২৫ বলে ৪ চার, ১ ছয়ে ৩৫ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের পক্ষে স্বর্ণা ২ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নেন। ৪ ম্যাচেই জিতে ৮ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে থেকে শেষ করেছেন জ্যোতিরা।
সুপার সিক্সে বাংলাদেশের মেয়েরা খেলবে ‘বি’ গ্রুপের শীর্ষ ৩ দলের বিপক্ষে। এর মধ্যে নেদারল্যান্ডস নিশ্চিত, বাকি ২ দল হতে পারে স্কটল্যান্ড, থাইল্যান্ড ও নেপালের মধ্যে থেকে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশী নারী দল- ১৫৩/৭; ২০ ওভার (শারমিন ৫২, দিলারা ৩৫, সোবহানা ৩০; ম্যাগুইয়ার ২/২৪, আরলিন ২/৪৪)।
আয়ারল্যান্ড নারী দল- ১৪৪/৪; ২০ ওভার (গ্যাবি ৭৩, অ্যামি ৩৫*; স্বর্ণা ২/১৭)।
ফল : বাংলাদেশ নারী দল ৯ রানে জয়ী।
ম্যাচসেরা : শারমিন আক্তার।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















