সুপার সিক্সের প্রথম ম্যাচ হেরেই বিদায় বাংলাদেশের

সুপার সিক্সের প্রথম ম্যাচ হেরেই বিদায় বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশর। ছবি: সংগৃহীত

সুপার সিক্সের প্রথম ম্যাচ হেরেই বিদায় বাংলাদেশের , অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বেজে গেছে বাংলাদেশের। আজ সুপার সিক্সের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি হয়েছে।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে বাংলাদেশের যুবারা। ১৮ ওভারে ২ উইকেটে ৭১ রান তুললেও পরবর্তী ব্যাটারদের ব্যর্থতায় বেশি বড় হয়নি দলীয় সংগ্রহ।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৩৮.১ ওভারে ১৩৬ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। রিফাত বেগ ৩৬ বলে ৪ চারে ৩১, মো. আব্দুল্লাহ ৩৪ বলে ৩ চারে ২৫ ও আজিজুল হাকিম তামিম ৪৬ বলে ২০ রান করেন। ডানহাতি পেসার সেবাস্তিয়ান মরগ্যান ৩টি এবং র‌্যালফি অ্যালবার্ট ও ম্যানি লামসডেন ২টি করে উইকেট নেন।

সুপার সিক্সের প্রথম ম্যাচ হেরেই বিদায় বাংলাদেশের ।

জবাব দিতে নামা ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের ৩৯ রানেই ২ উইকেট তুলে নেয় বাংলাদেশের যুবারা। বেন ডওকিন্স ২৯ বলে ৫ চারে ২৭ রান করে সাজঘরে ফেরেন। কিন্তু তৃতীয় উইকেটে ৭৮ রানের লম্বা জুটি ইংলিশ যুবাদের জয়ের কাছে নিয়ে গেছে।

বেন মায়েস ৫০ বলে ২ চার, ১ ছয়ে ৩৪ রানে আউট হন। অধিনায়ক টমাস রিউ অপরাজিত হাফ সেঞ্চুরি করে ৫০ বলে ৫ চার, ২ ছক্কায় ৫৯ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। মাত্র ২৪.১ ওভারে ৩ উইকেটে ১৩৭ রান তুলে সহজ জয় পায় ইংল্যান্ড। ইকবাল হোসেন ইমন ২ উইকেট নেন।

সুপার সিক্সের ২ নম্বর গ্রুপে বাংলাদেশের পয়েন্ট মাত্র ১। সেটি পাওয়া বোনাস পয়েন্ট হিসেবে। কিন্তু ইতো মধ্যেই গ্রুপে বোনাস ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ওপরে ভারত। ইংল্যান্ডের পয়েন্ট হয়ে গেছে ৬।

বাংলাদেশের আরেকটি ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে। সেটি জিতলেও আর সেমিফাইনালে যাওয়ার ‍সুযোগ নেই। কারণ উভয় গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিতে উঠবে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঃ ১৩৬/১০; ৩৮.১ ওভার (রিফাত ৩১, আব্দুল্লাহ ২৫, আজিজুল ২০; মরগ্যান ৩/২৮, অ্যালবার্ট ২/১৫, লামসডেন ২/১৮)।

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল ঃ ১৩৭/৩; ২৪.১ ওভার (রিউ ৫৯*, মায়েস ৩৪, ডওকিন্স ২৭; ইকবাল ২/৩৭)।

ফল : ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল ৭ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : টমাস রিউ।

Exit mobile version